তিলোত্তমার স্কুলে পড়ুয়াদের ক্যারাটে প্রশিক্ষণ, বিশেষ উদ্যোগ পুলিশের https://ift.tt/jsVEoOu - MAS News bengali

তিলোত্তমার স্কুলে পড়ুয়াদের ক্যারাটে প্রশিক্ষণ, বিশেষ উদ্যোগ পুলিশের https://ift.tt/jsVEoOu

আরজি কর কাণ্ডের পর নারী সুরক্ষার দাবিতে রাস্তায় নামছেন সাধারণ মানুষ। আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসকের ছোটবেলার স্কুলে এ বার ছাত্রীদের আত্মরক্ষার বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ছাত্রীদের যে কোনও বিপদসঙ্কুল পরিস্থিতিতে মোকাবিলার জন্য এই উদ্যোগ বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আরজি কর কাণ্ডে যখন রাজ্য উত্তাল, তখন নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণের জন্য এগিয়ে আসতে দেখা গেল পুলিশ প্রশাসনকে। তিলোত্তমা চন্দ্রচূড় বিদ্যাপীঠ গার্লস হাইস্কুল থেকে পড়াশোনা করেছেন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নিউ ব্যারাকপুর থানার উদ্যোগে পড়ুয়াদের ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হলো চন্দ্রচূড় বিদ্যাপীঠ স্কুলের পড়ুয়াদের। বিশেষ কর্মশালায় পুলিশ আধিকারিকেরা ছাত্রীদের সঙ্গে কথা বলে নানা সমস্যার কথা শোনেন। রাস্তাঘাটে বিপদে পড়লে নিজেকে কী ভাবে সুরক্ষিত রাখা যায়, সে ব্যাপারে পরামর্শ দেন। আগামী দিনে এই ধরনের কর্মসূচি এলাকার অন্যান্য স্কুলেও নেওয়া হবে বলে জানান এসিপি (ঘোলা) তনয় চট্টোপাধ্যায়। স্কুলের প্রধান শিক্ষিকা ছাত্রীদের সুবিধার্থে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।ক্যারাটে প্রশিক্ষকরা এদিন পড়ুয়াদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখান। নিজেকে আত্মরক্ষার জন্য কী করণীয়, সে ব্যাপারে পড়ুয়াদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এক ছাত্রীর কথায়, ‘অনেকেই এখন ক্যারাটে শিখছে। আমাদের সেই সুযোগ হয়নি। তবে, পুলিশের তরফে স্কুলেই এই প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার জন্য আমার খুবই উপকৃত হয়েছি।’প্রসঙ্গত, চন্দ্রচূড় বিদ্যাপীঠ গার্লস হাই স্কুলের পাশাপাশি মাসুন্দা (নব বারাকপুর) উচ্চ বালিকা বিদ্যালয়েও এদিন বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এই স্কুলে ইতিমধ্যেই প্রতি সপ্তাহে রবিবার সকাল আটটা থেকে ছাত্রীদের পাশাপাশি এলাকার মহিলাদেরও শেখানো হচ্ছে আত্মরক্ষার কৌশল। নামমাত্র খরচে এখন বহু মহিলাই শিখছেন ক্যারাটে। অভিজ্ঞ শিক্ষক দ্বারা শেখানো হচ্ছে আত্মরক্ষার উপায়। স্কুলছাত্রীরা এই প্রশিক্ষণ পেয়ে অনেকটাই উপকৃত বলে জানানো হয়েছে।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/Zv8J43n
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads