Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/bwlLXux
নন্দীগ্রামে সমবায় নির্বাচনে জয় তৃণমূলের, ধাক্কা গেরুয়া শিবিরে https://ift.tt/JFWEaPf

নন্দীগ্রামে একটি সমবায় সমিতিতে জয় তৃণমূল কংগ্রেসের। রবিবার নন্দীগ্রাম এক নম্বর ব্লকে চন্দননগর আকন্দবাড়ী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন জিতে নেয় তৃণমূল কংগ্রেস। কয়েকমাস আগেই লোকসভা নির্বাচনে তমলুক আসনে জয়লাভ করে বিজেপি। এ বার সমবায় নির্বাচনে জিতে নন্দীগ্রামে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস বলেই ধারণা রাজনৈতিক মহলে। হলদিয়া আরবান কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির সমবায়ে জয়ের পর নন্দীগ্রাম এক নম্বর ব্লকে চন্দননগর আকন্দবাড়ী সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে জয়ী হল তৃণমূল কংগ্রেস। রবিবার ছিল এই সমবায়ের ভোট। মোট আসন ছিল ১২টি। ১২টির মধ্যে ৭টি আসন জিতে নেয় তৃণমূল কংগ্রেস। বাকি পাঁচটি আসনে জয়লাভ করে বিজেপি। তৃণমূলের জয়ী প্রার্থীরা হলেন কৌস্তুভ কান্তি দাস, হরেকৃষ্ণ সাউ, দেবব্রত ভট্টাচার্য, অরবিন্দ মাজি, মৌসুমী পানি, ধাত্রী জানা এবং দীপ্তি রানী পাত্র।তৃণমূল কংগ্রেস নেতা শামসুল ইসলাম জানিয়েছেন, ‘বিজেপির সাম্প্রদায়িক উস্কানি, উন্নয়নের নামে ধাপ্পাবাজি পছন্দ করে না এলাকার মানুষ। লোকসভা ভোটের পরে নন্দীগ্রাম এলাকায় তৃণমূল কংগ্রেস বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে। চন্দননগর-আকন্দবাড়ী সমবায় কৃষি উন্নয়ন ভোটে তা প্রমাণিত হলো। বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন এলাকার মানুষ।’অন্যদিকে, নেতা শ্যামল সাউ বলেন, ‘আমাদের ভোটাররা গ্রামের মানুষ। তাঁরা এখন অনেকেই কিছু বোঝেন না। ভোট দেওয়ার ক্ষেত্রে কিছু ভুল কাজ করে ফেলেছেন। গণনায় কিছু ভোট তাই বাতিল করতে হয়েছে। সেই সুবাদে তৃণমূল কংগ্রেস এগিয়ে গিয়েছে।’ সমবায়ের ইতিহাসে এই প্রথম পরিচালন বোর্ড প্রতিনিধি নির্বাচন হল। মোট ভোটার সংখ্যা ছিল ৮৬৬ জন। তার মধ্যে ৭৪৭ জনের ভোট পড়েছে। কৃষি ঋণ, স্বনির্ভর গোষ্ঠীর ঋণ দেওয়ার দেওয়ার পাশাপাশি এই সমবায় সমিতির কাস্টমার সার্ভিস পয়েন্ট (সিএসপি) রয়েছে। স্থানীয় আকন্দবাড়ী বাজারে স্থায়ী সম্পদ হিসেবে স্টল বানিয়ে ব্যবসায়িক প্রসার ঘটানোর কাজ করেছে এই সমবায়। আগামী দিনে আরও কিছু নতুন পরিকল্পনা নিয়ে সমবায়ের সমৃদ্ধি ঘটাতে তৈরি হচ্ছে বলে দাবি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/bwlLXux
Leave Comments
Post a Comment