এক মাসে ২ লাখ টাকা! বিদ্যুতের বিল দেখে তাজ্জব গুজরাটের পরিবার https://ift.tt/kvONn79 - MAS News bengali

এক মাসে ২ লাখ টাকা! বিদ্যুতের বিল দেখে তাজ্জব গুজরাটের পরিবার https://ift.tt/kvONn79

কোনও বাণিজ্যিক প্রতিষ্ঠান কিংবা কোনও অফিসও নয়। সাধারণ বসত বাড়ি। সেই বাড়িতেই নাকি গত এক মাসের এসেছে ২ লাখ টাকার উপরে। সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী হয়েছেন গুজরাটের এক পরিবারের সদস্যরা। বিদ্যুতের বিল হাতে পেয়েই চক্ষু চড়কগাছ। দু'-পাঁচ হাজার কিংবা দশ হাজার নয়, বিদ্যুতের বিল দাঁড়িয়েছে ২ লাখে। দেখেই আকাশ ভেঙে পড়ে পরিবারের মাথায়। এত টাকার বিল কীভাবে এল তা ভেবে কূলকিনারা করতে পারছিলেন না তাঁরা। গুজরাটের নভসারির ঘটনা। ওই পরিবারের তরফে জানানো হয়েছে, সাধারণত প্রতি মাসে বিদ্যুতের বিলের পরিমাণ ২০০০ -২৫০০-টাকার মধ্যেই থাকে। বাড়িতে এমন কোনও বৈদ্যুতিক যন্ত্রপাতিও নেই যাতে এত টাকার বিল আসতে পারে। নভসারির ওই বাড়িতে থাকেন পংক্তিবেন পাটেল। এক পেট্রোল পাম্পে কাজ করেন তিনি।জানিয়েছেন, জুন-জুলাই ২০২৪-এর বিদ্যুতের বিল এসেছে আকাশছোঁয়া। দক্ষিণ গুজরাট বিদ্যুৎ বণ্টন নিগমের পক্ষ থেকে বিদ্যুতের বিল হাতে পান তিনি। ওই বিলে টাকার পরিমাণ দেখানো হয়েছে ২ লাখ ১ হাজার ৯০২। বিলের অঙ্ক এত হল কী করে তা ঠাওর করতে পারছিলেন না পরিবারের সদস্যরা। পংক্তিবেন জানাচ্ছেন, গোটা বাড়িতে শুধুমাত্র ৪টি বাল্ব, ৪টি ফ্যান, ১টি ফ্রিজ ও ১টি টিভি রয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে ৩জনই সারা দিন বাইরে থাকেন কাজের সূত্রে। সেই সময় তাই বিদ্যুতের খরচও নেই। প্রতি মাসে সময় মতো বিলের টাকা শোধও করেন বলে জানিয়েছেন পংক্তিবেন। বিদ্যুৎ বণ্টনকারী নিগমের তরফে হওয়া এই ভুলের মাশুল কী ভাবে চোকাবেন তা প্রথমে ভেবে কূল পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁরা। যোগাযোগ করেন গুজরাট ইলেকট্রিসিটি বোর্ডের সঙ্গে (GEB)। ওই পরিবারকে প্রাথমিক ভাবে অভিযোগ দায়ের করে বিল মেটানোর জন্য কিছু টাকা দিতে বলা হয়। পরে GEB-র তরফে তদন্তে গাফলতি ধরা পড়ে। মিটার রিডিংয়ে গোলমালের জেরেই এই ভুল। এক ঘণ্টার মধ্যে বিদ্যুৎ বণ্টন নিগমের সিস্টেমে ওই বিলটি সংশোধন করে নতুন বিল পাঠানো হয়। হাঁফ ছেড়ে বাঁচে ওই পরিবার।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/3rJ8BFf

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads