Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/HcfiTJq
প্রমাণের অভাবে বেকসুর খালাস তিন খুনে দোষীকে https://ift.tt/lwIFLjO

এই সময়: বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় বৃদ্ধা মা, স্ত্রী ও শিশুকন্যাকে খুনের অভিযোগে ফাঁসির সাজা দিয়েছিল নিম্ন আদালত। বম্বে হাইকোর্টও সেই সাজা বহাল রাখে। কিন্তু সুপ্রিম কোর্টে বেকসুর খালাস পেলেন মহারাষ্ট্রের পুনের বাসিন্দা বিশ্বজিৎ কেরবা মাসাকলার। ফাঁসির সাজা রদ করে শীর্ষ আদালতের বক্তব্য, যত গুরুতর অভিযোগই হোক না কেন, নিছক সন্দেহের বশে কাউকে শাস্তি দেওয়া যেতে পারে না। ২০১২ সালের ৪ অক্টোবর নিজের বাড়িতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় বিশ্বজিতের মা, স্ত্রী ও ছোট্ট মেয়ের দেহ। পুলিশকে বিশ্বজিৎ জানান, বাড়িতে চুরি করতে এসে পরিবারের তিনজনকে খুন করে পালিয়েছে চোরেরা। কিন্তু প্রতিবেশীদের কাছ থেকে পুলিশ জানতে পারে সহকর্মী এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য ওই বাড়িতে প্রায়ই অশান্তি হতো। খুনের আগের দিন রাতেও মা ও স্ত্রীর সঙ্গে বিশ্বজিতের তুমুল ঝগড়া শুনতে পান প্রতিবেশীরা। পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ বিশ্বজিৎকে গ্রেপ্তার করে। তিন দিন পর বাড়ির কাছে একটি খাল থেকে উদ্ধার হয় খুনে ব্যবহৃত হাতুড়িটিও। প্রথমে নিম্ন আদালত ও পরে বম্বে হাইকোর্ট বিশ্বজিৎকে মৃত্যুদণ্ড দেয়।বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সেই মামলাটি উঠলে বিচারপতি বি আর গাভাই, বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি কে ভি বিশ্বনাথন প্রতিবেশীদের সাক্ষ্যের ভিত্তিতে ওই মৃত্যুদণ্ডের সাজা খারিজ করে দেয়। শীর্ষ আদালতের বক্তব্য, ‘সন্দেহ জোরালো হলেও এ ক্ষেত্রে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে অকাট্য কোনও প্রমাণ পেশ করতে পারেনি। সুপ্রিম কোর্টের বক্তব্য, অপরাধ যতই ঘৃণ্য হোক না কেন, কাউকে শাস্তি দিতে গেলে তার জন্য আইনের বিধান অনুযায়ী প্রমাণ পেশ করতে হবে। শুধুমাত্র সন্দেহের বশে কাউকে সাজা দেওয়া যায় না।’
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/HcfiTJq
Previous article
Leave Comments
Post a Comment