রবিবার ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, ভারী বৃষ্টি উত্তরেও https://ift.tt/LFhvrCI - MAS News bengali

রবিবার ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, ভারী বৃষ্টি উত্তরেও https://ift.tt/LFhvrCI

শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। রবিবার ছুটির দিনেও বৃষ্টির বিরাম নেই। কলকাতা সহ শহরতলি এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। কলকাতায় কেমন আবহাওয়া?আলিপুর আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। স্বাভাবিকের থেকে সামান্য কম। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ সারা দিনই কলকাতার আকাশ মেঘলা থাকে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার ছুটির দিনে দিনভর বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। হাওয়া অফিস জানাচ্ছে, এদিন কলকাতায় সকাল ৭টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৬৬ শতাংশ। সকাল ১০টা পর্যন্ত ধাপে ধাপে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে। কারণ সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত শহরে বৃষ্টির সম্ভাবনা ৪০ থেকে ৫০ শতাংশ। আগামী ১৩ ও ১৪ অগস্ট কলকাতার সর্বোচ্চ তাপমাত্র ৩২ ডিগ্রির ঘরে চলে আসবে। এরপর ১৫ এবং ১৬ অগস্ট কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া?উত্তরপ্রদেশের উপর একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে৷ ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডের উপর৷ দুই ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে দুর্যোগের অশনি বাংলার কপালে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হুগলি, উত্তর পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। 'ওয়াইড স্প্রেইড রেইন’ চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। উত্তরবঙ্গে কেমন আবহাওয়া?রবিবার উত্তরের তিন জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও করা হচ্ছে। দৃশ্যমানতা কমতে পারে। নিচু এলাকাগুলি সাময়িক ভাবে জলমগ্ন হয়ে পড়তে পারে।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/aSpgknW

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads