ইউক্রেনে হামলার জের, আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়াকে বাদ দিল আমেরিকা! https://ift.tt/WPX50ek - MAS News bengali

ইউক্রেনে হামলার জের, আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়াকে বাদ দিল আমেরিকা! https://ift.tt/WPX50ek

Russia-Ukraine War: মার্কিন যুক্তরাষ্ট্র ,কানাডা এবং ইউরোপীয় কমিশন রাশিয়ার ইউক্রেনের উপর আক্রমণের জন্য মেসেজিং সিস্টেম থেকে রাশিয়ার ব্যাঙ্কগুলিকে অপসারণ করে দিয়ে মস্কোর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা ঘোষণা করেছে । পশ্চিমা দেশগুলির নেতারা , একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে , সার্বভৌম দেশ ইউক্রেনের জনগণের উপর রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের এভাবে " যুদ্ধকে বেছে নেওয়া ও আক্রমণের " নিন্দা করেছেন এবং স্থিতাবস্থা পুনরুদ্ধার করার জন্য বেশ কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছেন । প্রাথমিকভাবে জার্মানি SWIFT-এর আন্তঃব্যাঙ্ক পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়ার ব্যাঙ্কগুলিকে এ ভাবে বাদ দিতে দ্বিধাগ্রস্ত ছিল কিন্তু চাপ বেড়ে যাওয়ায় তা মেনে নিতে হয়েছে ৷ SWIFT কি ? সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাঙ্ক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন বা SWIFT হল বিশ্বের আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক । এটি নিজেই তহবিলের কোনও স্থানান্তর পরিচালনা করে না তবে , এর মেসেজিং সিস্টেমের মাধ্যমে , একটি নিরাপদ এবং সস্তা পদ্ধতিতে দ্রুত ক্রস বর্ডার পেমেন্টের সুবিধা করে দেয় । 1970-এর দশকে টেলেক্স মেশিনের উপর নির্ভর করার পরিবর্তে এই SWIFT মেসেজিং সিস্টেমটি তৈরি করা হয়েছিল। কাদের মালিকানা রয়েছে SWIFT-এ ? 1970-এর দশকে প্রতিষ্ঠিত , বেলজিয়াম-ভিত্তিক এই ফার্মটি ব্যাঙ্কগুলির একটি সমবায় যা মেসেজিং পরিষেবা দিয়ে থাকে । 200 টিরও বেশি দেশে 11,000টিরও বেশি আর্থিক প্রতিষ্ঠান এই আন্তর্জাতিক অর্থপ্রদান ব্যবস্থাটি ব্যবহার করছে ৷ এখানে ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া রয়েছে শীর্ষস্থানে । জাতীয় সংগঠন Rosswift অনুযায়ী , প্রায় 300 রাশিয়ান আর্থিক প্রতিষ্ঠান SWIFT ব্যবহার করে থাকে । কেমন ভাবে SWIFT কাজ করে ? SWIFT এর সঙ্গে যুক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলি অন্যান্য ব্যাঙ্কের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে এবং অর্থপ্রদান করতে এর মেসেজিং সিস্টেম ব্যবহার করে । এই নিরাপদ মেসেজিং সিস্টেম ব্যাঙ্কগুলিকে বিনা প্রশ্নে অর্থপ্রদানের নির্দেশাবলী মেনে চলতে দেয় , তা ছাড়া পরবর্তীতে ব্যাঙ্কগুলিকে দ্রুত গতিতে উচ্চ পরিমাণের লেনদেন প্রক্রিয়া করতে সাহায্য করে থাকে । প্রতি বছর এই সিস্টেম ব্যবহার করে ট্রিলিয়ন ডলার স্থানান্তর করা হয়ে থাকে । SWIFT-কে নিষিদ্ধ করায় কতটা পড়বে রাশিয়ায় ? রাশিয়ার ব্যাঙ্কগুলিকে SWIFT পরিষেবাগুলি থেকে নিষিদ্ধ করায় , সারা বিশ্বের আর্থিক বাজারে দেশটির অ্যাক্সেস বা যোগোযোগ করাটা সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে । এর ফলে যে শুধুমাত্র রাশিয়ান কোম্পানি এবং ব্যক্তিদের জন্য আমদানির ক্ষেত্রে অর্থ প্রদান এবং রফতানির জন্য নগদ গ্রহণ করা কঠিন করে তুলবে না , পাশাপাশি রাশিয়ার কাছে পণ্য বিক্রি করাও ঝুঁকিপূর্ণ এবং আরও ব্যয়বহুল হয়ে উঠতে বাধ্য হবে । যদিও রাশিয়ান ব্যাঙ্কগুলি বিকল্প মেসেজিং সিস্টেমগুলি ব্যবহার করতে পারে যেমন ফোন , মেসেজিং অ্যাপ বা ইমেলের মাধ্যমে অর্থপ্রদান করার জন্য যেসব দেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি ৷ তবে সেগুলি কম দক্ষ এবং নিরাপদ হতে পারে , লেনদেনের পরিমাণ হ্রাস পেতে পারে এবং খরচ বাড়তে পারে । Read More :


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/I9sXaOV
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads