মরণোত্তর অঙ্গদানে নবজীবন ৩ জনের https://ift.tt/hL1056B - MAS News bengali

মরণোত্তর অঙ্গদানে নবজীবন ৩ জনের https://ift.tt/hL1056B

এই সময়: চিকিৎসকরা জানিয়েছিলেন, ব্রেন ডেথ সময়ের অপেক্ষা। পরিজনেরা মরণোত্তর অঙ্গদানের কথা শুনলেও সম্যক ধারণা ছিল না তাঁদের। একমাত্র ব্যতিক্রম ছিলেন নার্সিং পড়ুয়া মেয়ে। তাঁরই কথায় বাড়ির সকলে মরণোত্তর অঙ্গদানে সম্মতি দেন। আর সেই সূত্রেই বুধবার বছরের অষ্টম এবং চলতি মাসের চতুর্থ মরণোত্তর অঙ্গ প্রতিস্থাপনের সাক্ষী থাকল কলকাতা। এসএসকেএম হাসপাতালে ব্রেন ডেথ হওয়া ব্যক্তির নাম শম্ভুপ্রসাদ বেরা (৫৬)। তিনি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা। তাঁর অঙ্গে নবজীবন পেলেন কলকাতার দুই কিডনি-রোগী ও দিল্লির এক লিভার-রোগী।হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার ব্রেন স্ট্রোক হয় শম্ভুপ্রসাদের। ভর্তি করা হয় নন্দীগ্রাম সুপার-স্পেশালিটি হাসপাতালে। কিন্তু সেখানকার চিকিৎসকেরা জানিয়ে দেন, এ রোগীর বাঁচার আশা ক্ষীণ। অবিলম্বে নিয়ে যেতে হবে বড় হাসপাতালে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলে রোগীকে দেখে সেখানকার চিকিৎসকও একই মূল্যায়ন করেন। পরিবার রোগীকে নিয়ে ফেরত যান চণ্ডীপুরেরই একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা বোঝেন, ধীরে ধীরে প্রকট হচ্ছে ব্রেন ডেথের লক্ষণ। এর পরেই রোগীর মেয়ে বন্যা বেরা ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে রিজিওনাল অর্গ্যান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশনের (রোটো) সঙ্গে যোগাযোগ করেন। রোটো-র অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুল্যান্সেই মঙ্গলবার চণ্ডীপুর থেকে এসএসকেএমে আনা হয় শম্ভুপ্রসাদকে। চিকিৎসকরা ব্রেন ডেথ ঘোষণা করেন।মরণোত্তর অঙ্গদাতার মেয়ে বন্যা বলেন, 'চণ্ডীপুরের চিকিৎসক ব্রেন ডেথের আশঙ্কার কথা জানাতেই আমরা ঠিক করে ফেলি, করব। কিন্তু ওখানে ব্রেন ডেথ ঘোষণার পরিকাঠামো না থাকায় বাবাকে এসএসকেএমে নিয়ে আসি। বাবাও দেহদানে উৎসাহী ছিলেন।' মৃতের স্ত্রী ও মেয়ে সম্মতি দিতেই অঙ্গ প্রতিস্থাপনের পরিকল্পনা সেরে ফেলে রোটো। ব্রেন ডেথ ঘোষণার পর বুধবার সকালে শম্ভুপ্রসাদের মরণোত্তর অঙ্গ আহরণ (রিট্রিভাল) ও সংরক্ষণের (হার্ভেস্টিং) কাজ শুরু হয়।দেখা যায়, হৃদযন্ত্র প্রতিস্থাপনযোগ্য অবস্থায় নেই। খোঁজ মেলে কম্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন দুই কিডনি-রোগীর। আর রাজ্যে কোনও লিভার রোগীর সঙ্গে ক্রসম্যাচিং না হওয়ায় ঠিক হয়, দিল্লির ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেসে (আইএলবিএস) চিকিৎসাধীন এক সিরোসিস রোগী পাবেন লিভার। সেই মতো দুপুরেই এসএসকেএম থেকে গ্রিন করিডর করে প্রথমে বিমানবন্দরে এবং তার পর বিমানে কলকাতা থেকে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হয় মরণোত্তর লিভার। রাতেই ওই তিন রোগীর অঙ্গ প্রতিস্থাপনের অস্ত্রোপচার সম্পন্ন হয়।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/hsNeWB7

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads