হাওড়ায় মোমের কারখানায় ভয়াবহ আগুন https://ift.tt/3ESV2NQ - MAS News bengali

হাওড়ায় মোমের কারখানায় ভয়াবহ আগুন https://ift.tt/3ESV2NQ

এই সময় ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ হাওড়ায়। সোমবার সন্ধেয় একটি মোমের কারখানায় আগুন ধরে যায়। হাওড়া চামরাইলে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে বৈদ্যুতিক পাওয়ার হাউসের পাশে একটি মোম কারখানায় ভয়াবহ আগুন। দাহ্য পদার্থে ঠাসা কারখানায় আগুন লাগায় দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে। ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ায় গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি দমকলের আটটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। মোম তৈরির জন্যে মজুদ থাকা প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়াবহ রূপ ধারণ করে। মাঝে মাঝেই বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে চারিদিক। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন ইতিমধ্যেই আগুন নেভানোর কাজ শুরু করেছে। তবে আগুনের ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় দমকলের আরও ইঞ্জিন আনানো হচ্ছে। অন্যদিক, দমকল দেরীতে আসার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আগুন লাগার একঘণ্টারও বেশী দেরীতে দমকল আসে বলে অভিযোগ। ঘন বসতিপূর্ন হওয়ার ফলে আতঙ্কিত এলাকার মানুষ। এই ধরনের কারখানায় কেন পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যাবস্থা নেই সেই প্রশ্নও তুলছেন এলাকার মানুষ। বৈদ্যুতিক পাওয়ার হাউসে আগুন ছড়িয়ে পড়লে চামরাইলের বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় মানুষ। শর্টসার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও আগুন নেভানোর পরেই আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে দমকল সূত্রে জানানো হয়েছে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3pRwnmp

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads