হাত ছেড়ে গোয়ায় তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো https://ift.tt/3oTQJfB - MAS News bengali

হাত ছেড়ে গোয়ায় তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো https://ift.tt/3oTQJfB

এই সময় ডিজিটাল ডেস্ক: জল্পনা আগেই শুরু হয়েছিল। মঙ্গলবার অবশেষে সেই জল্পনার অবসান হল। কংগ্রেস ছে়ড়ে তৃণমূলে যোগ দিলেন ভারতের প্রাক্তন ফুটবলার Alvito D'cunha। মঙ্গলবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই ঘাস-ফুল পতাকা হাতে নিলেন তিনি। ভবানীপুর জয়ের পরদিনই ও সুব্রত বক্সিকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি শীতলা মন্দিরে এবং গুরুদ্বারে পুজো দিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছিল ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার তথা গোয়ার প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি-কুনহাকে। তারপর থেকেই গোয়ার রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সেই জল্পনা সত্যি হল। যদিও মাস দুয়েক আগেই কংগ্রেসে যোগ দিয়েছিলেন অ্যালভিটো ডি-কুনহা। অ্যালভিটোর যোগদান কংগ্রেসের শক্তিকে আরও উদ্বুদ্ধ করবে বলে জানিয়েছিলেন গোয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট গোমস। আগামী নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং গোয়ার খেলাধূলার উন্নয়নে কাজ করবেন বলেও জানিয়েছিলেন অ্যালভিটো। কিন্তু, দু-মাস পেরোতে না পেরোতেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ‘গোয়ার ভূমিপুত্র’। এর আগে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দিয়েছিলেন। তারপর কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অ্যালভিটোকে দেখা মাত্রই তাঁর শিবির বদলের জল্পনা শুরু হয়েছিল। গোয়া সহ বাংলার খেলাধূলার উন্নয়নের জন্য অ্যালভিটোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই আবেদনে সাড়া দিয়েই ঘাস-ফুল শিবিরে নাম লেখালেন অ্যালভিটো ডি-কুনহা। এবার গোয়ার এই ভূমিপুত্র-কে সঙ্গে নিয়েই গোয়ার মাঠে গোল দিতে চান তৃণমূল নেতৃত্ব। তাহলে কি বাংলা ও গোয়ার একযোগে খেলাধুলার উন্নয়ন করতে আসন্ন নির্বাচনে তৃণমূলে হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যালভিটো? এবার গোয়া সৈকতের রাজনৈতিক মহলে এমনই প্রশ্ন শোনা যাচ্ছে। প্রসঙ্গত, গোয়ার প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি-কুনহা ইস্টবেঙ্গলের দল গঠনে গুরুত্বরপূর্ণ ভূমিকা নিয়েছিল। নতুন ফুটবলার খুঁজে আনা থেকে দলের স্কাউটিং- সব জায়গাতেই বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি। কয়েক বছর আগে ইস্টবেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসাডারও হন অ্যালভিটো। এবার অ্যালভিটো ডি-কুনহা তৃণমূলে যোগদান করায় বাংলার খেলাধূলাতেও বিশেষ উন্নতি ঘটবে বলে আশাবাদী রাজনৈতিক মহলে। বাংলার রাজনীতিতে ফুটবল থেকে তারকাদের প্রবেশ অবশ্য নতুন কিছু নয়। প্রসূন বন্দ্যোপাধ্যায়, বাইচুং ভুটিয়া, দীপেন্দু বিশ্বাস, রহিম নবির মতো তারকা ফুটবলাররা বাংলার রাজনীতিতে যোগ দিয়েছিলেন। এবার অ্যালভিটো গোয়ার রাজনীতিতে কতটা সফল হন, সেটাই দেখার!


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3EZxDKO
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads