Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3DZH0bL
আকর্ষণীয় ফিচার্স নিয়ে দেশে একগুচ্ছ ইলেক্ট্রিক গাড়ি পরের বছরেই! https://ift.tt/3pUWuZF

: 2022 সাল থেকেই ভারতের গাড়ির বাজারে ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা ক্রমশ বাড়বে। আগামী বছর থেকেই একের পর এক তুলনামূলক কম দামের ইলেকট্রিক গাড়ি এদেশের বাজার আসতে শুরু করবে। Tata Motors, Mahindra, Kia Motors, Hyundai, Audi, BMW, Mercedes এদেশে নিজেদের ইলেকট্রিক গাড়ি লঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে এই সব গাড়ি লঞ্চের আগেই বাজারে এসে যেতে পারে Ranault এর সস্তার ইলেকট্রিক গাড়ি। খবর সত্যি হলে শীঘ্রই লঞ্চ হতে পারে Renault Kwid Electric। বিশ্ব বাজারে এই গাড়ির নাম হতে পারে Dacia Spring EV। সুরক্ষায় পিছিয়ে গত অক্টোবরে এই গাড়ি দুনিয়ার সামনে নিয়ে এসেছিল ফরাসি কোম্পানিটি। চলতি সপ্তাহে এই গাড়ির সুরক্ষা পরীক্ষার স্কোর প্রকাশ করেছে Euro NCAP। সুরক্ষার নিরিখে এই ইলেকট্রিক হাচ-ব্যাক 1 স্টার স্কোর করেছে। চিনে লঞ্চ হওয়া Renault City K-ZE গাড়িয় ইউরোপীয় ভার্সন Dacia Spring। ভারতে এই গাড়িকেই Renault Kwid Electric নামে লঞ্চ করা হতে পারে। তবে ভারতে কোম্পানির প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চের প্রসঙ্গে এখনও কোন মন্তব্য করেনি Renault। তবে যেভাবে ভারতের বাজারে একের পর এক নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চের পরেই সাফল্য পাচ্ছে তা দেখে মনে হচ্ছে শীঘ্রই এই গাড়ি আসতে পারে এদেশে। Renault Kwid Electric -এর সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Renault Kwid Electric এর ইউরোপীয় ভেরিয়েন্ট। জার্মানিতে লঞ্চ হওয়া Dacia Spring EV এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় 10 লক্ষ টাকা (ভর্তুকি দিয়ে)। তাই ভারতে এই গাড়ি 10 লক্ষ টাকার কম দামে লঞ্চ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এক চার্জে 230-305 কিমি চলবে Renault Kwid Electric। সর্বোচ্চ 125 প্রতি ঘণ্টা বেগে ছুটবে এই ইলেকট্রিক গড়ি। মাত্র 30 মিনিটে এই গাড়ির ব্যাটারি 80 শতাংশ চার্জ করা যাবে। থাকছে DC ফাস্ট চার্জর। যে হারে পেট্রলের দাম বাড়ছে গোটা দেশে, তাতে অনেকেই ধীরে ধীরে ইলেক্ট্রিক গাড়ির দিকে সরতে শুরু করেছেন। পেট্রল-ডিজেলে চলা গাড়ি ছেড়ে অনেকেই আসতে আস্তে ঝুঁকছেন ইলেক্ট্রিক গাড়ির দিকে। ইলেকট্রিক গাড়িগুলোও ক্রমশ ভারতের বাজারে জাঁকিয়ে বসেছে। ইতিমধ্যেই গোটা দেশে ইলেক্ট্রিক গাড়ির বিক্রি প্রায় এক লাখের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। আপনিও কি ইলেক্ট্রিক গাড়ি কেনার দলে? কমেন্ট করে জানান আমাদের কমেন্টবাক্সে। ফলো করুন এই সময় ডিজিটালের ব্যবসার পাতা। Read More:
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3DZH0bL
Previous article
Next article
Leave Comments
Post a Comment