ব্যাঙ্কে​র ঋণ পরিশোধ করতে পারেননি BJP বিধায়ক! স্বামীর সম্মান রক্ষার্থে গয়না নিয়ে হাজির স্ত্রী https://ift.tt/nXUKzEj - MAS News bengali

ব্যাঙ্কে​র ঋণ পরিশোধ করতে পারেননি BJP বিধায়ক! স্বামীর সম্মান রক্ষার্থে গয়না নিয়ে হাজির স্ত্রী https://ift.tt/nXUKzEj

: স্বামী বিতর্কে জড়িয়েছেন। স্বামীর সম্মান রক্ষার্থে এগিয়ে এলেন স্ত্রী। মঙ্গলসূত্র ও হাতের সোনার চুড়ি দিয়ে বিধায়কের কৃষি ঋণ পরিশোধ করতে ব্যাঙ্কে হাজির হলেন ময়নাগুড়ির বিধায়ক কৌশিক রায়ের পত্নী। যদিও কৌশিক রায়ের স্ত্রী সোনী রায়ের কাছ থেকে সোনার গয়না নিতে অস্বীকার করেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। অভিযোগ, ময়নাগুড়ি চুকানীপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি কাছ থেকে ২০১০ সালে বর্তমানে ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায় ২৩ হাজার টাকা কৃষি ঋণ নিয়েছিলেন৷ যদিও সেই সময় কৌশিক রায় বিধায়ক ছিলেন না। তখন তিনি ব্যবসা করতেন৷ বিধায়ক পত্নীর অভিযোগ, বিধায়কের সম্মানহানি করার জন্য সমিতির নোটিশ ভাইরাল করা হয়েছে৷ আজ তিনি সমিতির দফতরে গিয়ে তাঁর গলার মঙ্গলসূত্র ও হাতের সোনার চুড়ি খুলে ম্যানেজারকে দেন। এই দেখে ব্যাঙ্কের ম্যানেজার নিধির মণ্ডল রীতিমতো হতবাক হয়ে যান। তিনি জানান, তাঁরা ঋণের পরিবর্তে সোনা নেন না। তাঁদের লোন পরিশোধ করতে হলে নগদ অর্থ দিতে হবে। বিধায়ক পত্নী জানান, তাঁর স্বামীর কাছে এখন টাকা নেই। তাই তিনি এই সোনা দিয়ে লোন পরিশোধ করবেন। পাশাপাশি ম্যানেজারকে প্রশ্ন করেন, সমিতি টাকা পায় আমার স্বামীর কাছে। সেটার জন্য তারা নোটিশ দিতেই পারে। কিন্তু সেই নোটিশ সমাজমাধ্যমে ভাইরাল করে তার স্বামীর সম্মানহানি কেন করা হল? এর পেছনে চক্রান্ত রয়েছে। যদিও ম্যানেজার নিধির মণ্ডল জানিয়েছেন, এটা কী করে ভাইরাল হল সেটা তার জানা নেই। অন্যান্য গ্রাহকদের যে পদ্ধতিতে ঋণ পরিশোধ করার নোটিশ পাঠানো হয়েছে, ঠিক তেমনভাবেই বিধায়কেও নোটিশ পাঠানো হয়েছে৷ এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি এলাকায়। জানা গিয়েছে, ২০১০ সালে তিনি ময়নাগুড়ির চুকানী পাড়া সমবায় উন্নয়ন সমিতি থেকে ২৩ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। এক টাকাও পরিশোধ না করায় যেই ঋন বাবদ ৩১ মার্চ ২০২৩ অবধি কেবলমাত্র সুদের পরিমাণ দাঁড়িয়েছে ২৯, ৪৭৫ টাকা। অর্থাৎ সুদে আসলে বর্তমান ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫২,৪৭৫ টাকা।স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ করে, কৃষক না হয়েও চাষ আবাদের জন্য ঋণ নিয়ে টাকা আটকে রেখেছেন ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কৌশিক রায়। যদিও কৌশিক রায়ের দাবি, যে সময় ঋণ নিয়েছিলেন, সেই সময় কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/QvyD4OH
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads