অবশেষে সফল ওপেনিং জুটি পেল KKR, দরজা বন্ধ লিটনের? https://ift.tt/jWradAX - MAS News bengali

অবশেষে সফল ওপেনিং জুটি পেল KKR, দরজা বন্ধ লিটনের? https://ift.tt/jWradAX

দলে বাকি সমস্যা মিটে গেলেও KKR-এর ওপেনার সমস্যা মেটার নাম নেই। ২০২২ সালের পর ২০২৩ সালের প্রথম পর্বে দেখা গিয়েছে একই ছবি। RCB-র ম্যাচ বাদে বাকি সাতটা ম্যাচে KKR তাদের ওপেনিং জুটি নিয়ে পরীক্ষা করেছে। কিন্তু সাফল্য আসেনি। এবার RCB-র বিরুদ্ধে ম্যাচে ওপেনিং জুটি সাফল্য পেল। জেসন রয় ও নারায়ণ জগদীশন জুটি ৮৩ রান করল। হিসেব অনুযায়ী দেখলে ২০২২ সাল থেকে এখনও পর্যন্ত ১০-টিও বেশি ওপেনিং জুটি বদলেছে KKR (Bangalore vs Kolkata Highlights)।প্রতিবারই দলে একাধিক ওপেনার রাখে নাইট ব্রিগেড। দেশি বিদেশি মিলিয়ে সংখ্যাটা অনেক বেশি। এবারও তার ব্যতিক্রম হয়নি। দলে এবার রহমানুল্লা গুরবাজ, জেসন রয়, , নারায়ণ জগদীশনের মত প্লেয়ারদের রাখা হয়েছে দলে। তবে কেউ সাফল্য পাননি। পরপর তিনটে ম্যাচে খেলতে নেমে জেসন রয় বড় রান পেলেন। এই ওপেনারদের সাফল্যের পর এবার KKR-এর প্রথম একাদশে লিটন দাসের ঢোকাটা আরও কঠিন হল। বিশেষজ্ঞদের মতে, লিটন দাসকে আর হয়ত সুযোগ দেওয়া হবে না। কারণ বিদেশি ওপেনার হিসেবে রহমানুল্লা গুরবাজ ও জেসন রয় সাফল্য পেয়েছেন। আর IPL-এর মত লিগে কাউকে বেশি সুযোগ দেওয়াটা উচিত নয়। সেখানে লিটন কয়েকটা ম্য়াচের অতিথি, ফলে তাঁকে সুযোগ দিয়ে তৈরি করার সময় KKR দেবে না। জেসন রয় রান পাওয়াতে বাকি ম্যাচগুলোতেও জেসন রয়ের রাস্তা কার্যত বন্ধ হয়ে গেল KKR-এ।দেখে নিন ২০২২ সাল থেকে এখনও পর্যন্ত কোন কোন জুটিকে দিয়ে ওপেন করিয়েছে KKRঅজিঙ্কা রাহানে ভেঙ্কটেশ আইয়ার, অ্যারন ফিঞ্চ ভেঙ্কটেশ আইয়ার, স্য়াম বিলিংস সুনীল নারিন, অ্যারন ফিঞ্চ বাবা ইন্দ্রজিৎ, অভিষেক তোমার ভেঙ্কটেশ আইয়ার, রহমানুল্লা গুরবাজ মনদীপ সিং, রহমানুল্লা গুরবাজ ভেঙ্কটেশ আইয়ার, রহমানুল্লা গুরবাজ নারায়ণ জগদীশন, জেসন রয় লিটন দাস, জগদীশন নারিন, জেসন রয় জগদীশন।জেসন রয় দলে যোগ দেওয়ার পর এই নিয়ে তৃতীয় ম্যাচে খেলতে নামলেন। এরআগে তিনি গত ম্যাচে ফিনিশারের ভূমিকা পালন করেছেন। তার আগের ম্যাচে তিনি ওপেনার ছিলেন। RCB-র বিরুদ্ধেও তাঁকে ওপেন করানো হয়েছে। যেই পজিশনেই নামুক না কেন রয় রান পেয়েছেন। অন্যদিকে IPL-এর দ্বিতীয় পর্ব KKR শুরু করল জয় দিয়ে। চন্দ্রকান্ত পন্ডিত জানিয়েছিলেন তারা এবার দ্বিতীয় পর্ব নতুন করে শুরু করবেন। তার ইঙ্গিত মিলল এই ম্য়াচে।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/pg012yx

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads