Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/4C5l0x9
ইতিহাস-ঐতিহ্যে 'ইতি' ওপারে, উদ্বিগ্ন এপারের ইতিহাসবিদরা https://ift.tt/XvxO1Qa

কখনও বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভেঙে উল্লাস, কখনও আবার তাঁর স্মৃতি বিজড়িত বিভিন্ন জায়গায় হামলা, আগুন। একা মুজিব কেন, হামলাকারীদের আক্রোশে জ্বলছে বাংলাদেশের একের পর এক ঐতিহাসিক স্থান, কালচারাল সেন্টার, মিউজ়িয়াম। দুর্বৃত্তদের হামলায় ভাঙা পড়ছে স্থাপত্য-ভাস্কর্য। ও পার বাংলায় গণ অভ্যুত্থানের পর থেকে এমন বেশ কিছু দৃশ্য এখন সামনে আসছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন এ পার বাংলার ইতিহাসবিদরা। তাঁদের অভিমত, রাজনৈতিক পালাবদল হবে কি হবে না, তা যেমন ঠিক করবেন সে দেশের জনতা, তেমনই দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি রক্ষার দায়িত্বও তাঁদেরই নিতে হবে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছাড়া ইস্তকই তাণ্ডব ছড়িয়ে পড়ে। আগুন লাগিয়ে দেওয়া হয় ধানমন্ডিতে মুজিবুর রহমানের বাসভবনে। সেখানে একটি মিউজি়য়াম ছিল। যা ধ্বংস হয়ে গিয়েছে বলে বাংলাদেশের কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর। আগুন লেগেছে বহু বছরের পুরোনো ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারেও। সেখানেও বহু প্রামাণ্য নথি, ভারত-বাংলাদেশ সম্পর্ক বিষয়ক বিভিন্ন কাগজপত্র, সরঞ্জাম শেষ হয়েছে বলে আশঙ্কা। তিন দিন পরেও সেই তাণ্ডব থামেনি। বুধবার খবর পাওয়া যায়, ময়মনসিংহ জেলার জাদুঘরেও ভাঙচুর চালানো হয়েছে, সেখান থেকে উপড়ে নেওয়া হয়েছে রোমান পুরাণের অন্যতম প্রধান দেবী ভেনাসের ভাস্কর্য। ওই শশীলজ জাদুঘরের তত্ত্বাবধায়ক সাবিনা ইয়াসমিন বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সেখানে কয়েকশো লোক হামলা চালিয়ে ভাঙচুর করে। ভেনাসের ভাস্কর্যের মাথার অংশ পাওয়া যায়নি। সেটি জাতীয় সম্পদ ছিল। ভেনাসের ভাঙা ভাস্কর্যের ছবি শেয়ার করে ফেসবুকে তারিফুল রুমন নামে এক জন লিখেছেন, ‘অ্যান্টিক হিসেবে এই পিসটার দাম সম্ভবত মিলিয়ন ডলার হবে। ভেনেশিয়ান মার্বেলের তৈরি একটা ফাউন্টেনের মাঝখানে ভেনাসের একটা লাইফ স্ট্যাচু ছিল।’এ পারের আশঙ্কিত ইতিহাসবিদদের বক্তব্য, ভারত ও বাংলাদেশের ইতিহাস একে অন্যের সঙ্গে যুক্ত। উপমহাদেশের ইতিহাস ও তার প্রাথমিক সূত্রকে রক্ষা করা দু’দেশের নাগরিকদেরই কর্তব্য। কিন্তু এখন যা চলছে, তাতে ভারত ও বাংলাদেশের বহু গবেষককেই সমস্যায় পড়তে হবে। ইতিহাস মুছে গেলে নিজেদের ঐতিহ্য নিয়েই মানুষকে সমস্যায় পড়তে হবে। এই নিয়ে কড়া বিবৃতি জারি করেছে পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ। সংস্থার সভাপতি, অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশের কয়েকশো ইতিহাসপ্রেমী আমাদের এই সংস্থার সদস্য। সে জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে আমরা জানাতে চাই যে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যে ভাবে বাংলাদেশে বিভিন্ন ধরণের ইতিহাস-আশ্রিত মিউজি়য়াম, সংগ্রহশালা, স্থাপত্য, শিল্পকলা, ভাস্কর্য আক্রান্ত ও ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করছে পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ।’ সে দেশের বর্তমান শাসকদের অবিলম্বে এই ব্যাপারে পদক্ষেপ করার দাবি জানিয়েছে সংসদ। ইতিহাস সংসদের সম্পাদক ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক আশিসকুমার দাসের বক্তব্য, ‘এ ভাবে কখনও ইতিহাসকে মুছে ফেলা যায় না। ৫ অগস্টের গণ অভ্যুত্থান যেমন সত্যি, তেমনই সত্যি মুজিবর রহমানের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধও। ফলে, নিজেদের ঐতিহ্য ও পরম্পরা রক্ষা করার দায়িত্ব নিতে হবে সে দেশের জনতাকেই।’উদ্বিগ্ন অন্য ইতিহাসবিদরাও। অধ্যাপক সুরঞ্জন দাসের বক্তব্য, ‘দক্ষিণপন্থার উত্থানের একটা স্পষ্ট নিদর্শন পাওয়া যাচ্ছে এই ঘটনা প্রবাহে। অতীতেও অনেক দেশে এমন মূর্তি ভাঙা, ইতিহাসের আকর মুছে দেওয়ার ঘটনা নজরে এসেছে। কেবল ইতিহাস লেখার জন্যই ওই ঐতিহাসিক স্থান, ভাস্কর্য, মূর্তিগুলোর সংরক্ষণ প্রয়োজন এমন নয়— সে দেশের নিজস্ব সংস্কৃতি-ঐতিহ্য রক্ষার জন্যও তা প্রয়োজনীয়।’বাংলার ইতিহাস নিয়ে সবিস্তার কাজ করেছেন ইতিহাসবিদ রজতকান্ত রায়। তাঁর কথায়, ‘ভারতীয় নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে আমরা কেবল উদ্বেগ প্রকাশই করতে পারি। বাংলাদেশের এমন অবস্থা আমি আগে কখনও দেখিনি। আফগানিস্তানের সঙ্গেই এর তুলনা চলে।’
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/4C5l0x9
Previous article
Leave Comments
Post a Comment