সোনা এল না, রুপোয় থামল নীরজের দৌড় https://ift.tt/gxVhDR9 - MAS News bengali

সোনা এল না, রুপোয় থামল নীরজের দৌড় https://ift.tt/gxVhDR9

ফাইনালের শেষ রাউন্ড। বাকি শেষ দু'জনের থ্রো। স্তেদ দে ফ্রাঁসের গোটা গ্যালারি দাঁড়িয়ে হাততালি দিচ্ছে দুই এশিয়ানের জন্য। ভারতের নীরজ চোপড়া, পাকিস্তানের আর্শাদ নাদিম। এ দৃশ্য কখনও দেখেনি অলিম্পিক্স। অ্যাথলেটিক্সের কোনও ইভেন্টে একে পাকিস্তান, দুইয়ে ভারত।এর আগে অলিম্পিক্সে পাকিস্তানের সোনা, ভারতের রুপো হয়েছিল ১৯৬০ রোম অলিম্পিক্সে হকিতে। সেই একবারই। ৬৪ বছর পরে ফের সেই এক-দুই। সোনা খোয়ালেন নীরজ। কিন্তু অ্যাথলেটিক্সে পরপর দুই অলিম্পিক্সে পদক। এই নজির কবে ছুঁতে পারবেন কোনও ভারতীয়, তার অপেক্ষায় থাকবে দেশ। প্রথম বার টোকিওয় সোনা, এ বার প্যারিসে রুপো। অলিম্পিক্সে জোড়া পদকের তালিকায় নীরজ এখন সুশীল কুমার, পিভি সিন্ধু, মানু ভাকেরদের সঙ্গে। সর্বকালের অন্যতম সেরা ভারতীয় ক্রীড়াবিদ। নীরজদের ইভেন্ট সবে শুরু হয়েছে, হঠাৎ চিৎকার শুরু গ্যালারি জুড়ে। কারণ, তখন শুরু হচ্ছিল ২০০ মিটার ফাইনালের পরিচয় পর্ব। ১০০ মিটারে সোনাজয়ী নোয়া লাইলসের নাম শুনতেই হইচই। শোম্যান সেজে গ্যালারির দিকে এগিয়ে দর্শকদের তাতিয়েও দিলেন নোয়া। কিন্তু শেষ পর্যন্ত ২০০ মিটারে সোনা জিতলেন বতসোয়ানার লেতসিল তেবোগো। কোভিড সংক্রমণ নিয়েও ব্রোঞ্জ নোয়ার। সেলিব্রেশন পর্ব সেরে তেবোগো যখন ট্র্যাক ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, শেষ ল্যাপের ওয়ার্নিং দেওয়ার বিশাল ঘণ্টাটা বাজিয়ে দিয়ে যান। এই ঘণ্টার পাশ থেকেই জ্যাভেলিন হাতে প্রথম থ্রোয়ের দৌড় তখন শুরু করছিলেন নীরজ। তাঁর আগে অ্যান্ডারসন পিটার্স, কেশর্ন ওয়ালকটরা ৮৪, ৮৬ মিটার ছুড়ে ফেলেছেন। গ্যালারিতে অনেক তেরঙা উড়তে শুরু করেছে। জ্যাভেলিন থ্রো করেই নীরজ লাফিয়ে পড়লেন সামনে। যা অনেক সময়েই করে থাকেন। সঠিক থ্রো হয় অনেক সময়েই। এ বারেরটা হলো না। 'ডিসকোয়ালিফায়েড' প্রথম থ্রো। এই শব্দটা বুধবার থেকে এমন ভাবে ভারতের সঙ্গে জুড়ে গিয়েছে, যে মুহূর্তে টেনশন ছড়িয়ে পড়েছিল গ্যালারির তেরঙা অঞ্চলগুলোতে। দ্বিতীয় থ্রোয়ে ৮৯.৪৫ মিটার ছুড়ে দুর্দান্ত কামব্যাক। ছ'টা থ্রোয়ের মধ্যে নীরজের একটা থ্রোই সঠিক, বাকি গুলো ফাউল। ততক্ষণে পাকিস্তানের পতাকা উঁচু করে তুলে ধরেছেন আর্শাদ নাদিম। প্রথম থ্রো ডিসকোয়ালিফায়েড হয়েছিল তাঁরও। কিন্তু দ্বিতীয় থ্রো চমকে দিয়েছিল অ্যান্ডারসন পিটার্স, কেশর্ন ওয়ালকটদের মতো পোড়খাওয়া জ্যাভেলিন থ্রোয়ারদেরও। লম্বা উড়ান দিয়ে নাদিমের জ্যাভেলিন নামল নতুন অলিম্পিক্স রেকর্ড গড়ে। ৯২.৯৭ মিটার! বিস্মিত গ্যালারির হাততালি তখন বরাদ্দ ২৭ বছরের পাকিস্তানির জন্য। আগের অলিম্পিক রেকর্ড ২০০৮ সালে নরওয়ের আন্দ্রিয়াস থরকিল্ডসেনের ৯০.৫৭ মিটার। ১৬ বছর আগের সেই রেকর্ড গড়াগড়ি খেল প্যারিসের স্টেডিয়ামে। টোকিও অলিম্পিক্সে ৮৭.৫৮ মিটার ছুড়ে সোনা পেয়েছিলেন নীরজ। এ বার তাঁর সিজ়ন বেস্ট ৮৯.৯৫ মিটার ছুড়েও রুপোয় থামতে হলো তাঁকে। প্যারিসে ৮৮.৫৮ মিটার ছুড়ে ব্রোঞ্জ গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্সের। টোকিওয় পঞ্চম স্থানে ছিলেন নাদিম। তারপর থেকে অন্য ইভেন্টেও দেখা হয়েছে নীরজ ও নাদিমের। বরাবর নীরজই এগিয়ে থাকতেন। তবে নীরজ সব সময়েই বলতেন, নাদিমের মধ্যে সম্ভাবনা বিরাট। সেই প্রতিভার পরিচয় মিলল অলিম্পিক্স ফাইনালেই। নাদিমের জন্য সেলিব্রেশনে স্তেদ দে ফ্রাঁসের মিউজ়িক সিস্টেমে বেজে উঠল বলিউডের 'দেশি বয়েজ়' গান। হোক না ভারতীয় সিনেমার গান, ফিল্ডে 'দেশি' বয়েজ় তো দু'জন— নীরজ, নাদিম। পাকিস্তান একে, ভারত দুইয়ে। স্টেডিয়াম জুড়ে শোনা গেল ধারাভাষ্যকারের গলা, 'শুধু ক্রিকেটে নয়, জ্যাভেলিন থ্রোয়েও এখন টক্কর ভারত-পাকিস্তানের।'অলিম্পিক্সে হকিতে এক সময়ে প্রতিদ্বন্দ্বিতা ছিল, এখন জ্যাভেলিনেও। নীরজ উজ্জ্বল টানা দু'বার পদক জিতে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা ভারতীয়রা নিঃসন্দেহে বাড়ি ফিরবেন ঐতিহাসিক এক ইভেন্ট দেখে।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/FQBjTxY

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads