জলে গেল ব্যাটিং ধামাকা, রোহিতের ইতিহাসের দিনে টাই ভারতের https://ift.tt/fUlAerB - MAS News bengali

জলে গেল ব্যাটিং ধামাকা, রোহিতের ইতিহাসের দিনে টাই ভারতের https://ift.tt/fUlAerB

কে বলবে আট মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে তিনি দুর্দান্ত একটি হাফ সেঞ্চুরি করলেন। তাঁর হাফসেঞ্চুরির পরও জিততে পারল না টিম ইন্ডিয়া। এই ম্যাচের ফলাফল শেষপর্যন্ত টাই হল। টিম ইন্ডিয়া এই ফলাফল যে একেবারে প্রত্যাশা করবেন না, তা বলা যেতেই পারে। বিশেষ করে রোহিত এই ম্যাচে শুরুটা যেভাবে করেছিলেন, তা দেখে অনেকেই জয়ের স্বপ্ন বুনতে শুরু করেছিলেন। তিনি ৪৭ বলে ৫৮ রান করেন। হিটম্যানের ব্যাট থেকে সাতটি বাউন্ডারি এবং তিনটে ছক্কা দেখতে পাওয়া গিয়েছে। তবে হিটম্যানের এই পারফরম্যান্স দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা কার্যত উচ্ছ্বাসে ভাসতে শুরু করেছেন।সত্যি কথা বলতে কী, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তাঁর কেরিয়ারে সাফল্যের নয়া শৃঙ্গ স্পর্শ করলেন। টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করার পর আর আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে দেখতে পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার (২ অগস্ট) শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচে তাঁর হিটম্য়ান অবতার দেখতে পাওয়া গেল। পাশাপাশি, তিনি রেকর্ডের ঝুলিও আরও পরিপূর্ণ হয়ে উঠল। রোহিত তাঁর ওয়ানডে কেরিয়ারে একটি বিশেষ মাইলস্টোন স্পর্শ করলেন। ক্রিকেট বিশ্বের এক নম্বর অধিনায়ক হিসেবে তিনি এই কৃতিত্ব কায়েম করেন।

রেকর্ড গড়লেন রোহিত শর্মা

আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মা এমন একটি রেকর্ড কায়েম করেছেন, যা আজ অবধি কোনও অধিনায়ক করতে পারেননি। বিশ্বের এক নম্বর অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে রোহিত শর্মা তিনটে ছক্কা হাঁকাতেই এই রেকর্ড কায়েম করেছেন। এই পরিসংখ্যানে তিনি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অইন মরগ্যানকে পিছনে ফেলে দেন। অধিনায়ক হিসেবে মরগ্যান ২৩৩টি ছক্কা হাঁকিয়েছেন। এই ম্যাচের আগে রোহিত ২৩১টি ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে ছিলেন। আর তৃতীয় ছক্কাটি হাঁকাতেই তিনি মরগ্যানের রেকর্ড ভেঙে দেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি ২১১টি ছক্কা হাঁকিয়েছেন।এবার ম্যাচের কথায় আসা যাক। প্রথম একদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। এই ম্যাচে পাথুম নিশঙ্কা (৭৫ বলে ৫৬ রান) এবং দুনিথ ওয়েলাগের (৬৫ বলে ৬৭ রান) ব্যাট থেকে ঝকঝকে হাফ সেঞ্চুরি বেরিয়ে আসে। দলের বাকি ব্যাটাররা নিজেদের সাধ্যমতো রান করার চেষ্টা করেন। নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা ৮ উইকেট হারিয়ে ২৩০ রান করে। ভারতীয় বোলারদের মধ্যে দুটো করে উইকেট শিকার করেন আর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেল। এছাড়া একটি করে উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ, শিবম দুবে, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর।এরপর ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার হাফ সেঞ্চুরির দৌলতে টিম ইন্ডিয়ার শুরুটা বেশ ভালোই হয়েছিল। তবে আরও একবার আতশকাচের তলায় চলে এল শুভমান গিলের পারফরম্যান্স। এই ম্যাচে শুভমান ৩৫ বলে ১৬ রান করেছেন। স্ট্রাইক রেট ৪৬-এর কাছাকাছি। বিরাটের ব্যাটিংও (৩২ বলে ২৪ রান) ভারতীয় ক্রিকেট সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। তথৈবচ অবস্থা শ্রেয়সেরও (২৩ বলে ২৩ রান)। মিডল ওভারে কিছুটা হলেও দলের হাল ধরলেন কেএল রাহুল (৪৩ বলে ৩১ রান) এবং অক্ষর প্যাটেল (৫৭ বলে ৩৩ রান)। একটা সময় তো ভারতীয় ব্যাটারদের থেকে বাউন্ডারি প্রায় দুর্লভ দৃশ্য হয়ে গিয়েছিল। শেষপর্যন্ত শিবম দুবে ২৪ বলে ২৬ রান করেন। কিন্তু, শেষপর্যন্ত এই ম্যাচটা টাই হয়।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/D6ozE0r

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads