বাংলাদেশে জামায়াতে ইসলামী নিষিদ্ধ, ঘোষণা হাসিনা সরকারের https://ift.tt/A4cgpeb - MAS News bengali

বাংলাদেশে জামায়াতে ইসলামী নিষিদ্ধ, ঘোষণা হাসিনা সরকারের https://ift.tt/A4cgpeb

ঢাকা: আবারও নিষিদ্ধ ঘোষণা করা হল ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে। এ নিয়ে তৃতীয় বার। সম্প্রতি বাংলাদেশের রক্তক্ষয়ী কোটা আন্দোলনের জেরেই এই নিষেধাজ্ঞা বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক এই ঘোষণার গেজেট প্রকাশ করেছে।এ দিন বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রকের নিরাপত্তা বিভাগ থেকে জানানো হয়, সরকারের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর শাখা সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সম্প্রতি সংঘটিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানিতে জড়িত ছিল। সরকার বিশ্বাস করে, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির-সহ সব শাখা সংগঠন জঙ্গি কার্যকলাপে জড়িত।প্রথম থেকেই বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ঘিরে হিংসার ঘটনায় জামায়াতে ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের জড়িত থাকার অভিযোগ করেছিলেন মন্ত্রীরা। গত সোমবার আওয়ামি লিগের নেতৃত্বাধীন ১৪টি রাজনৈতিক দলের সভায় জামায়াতে-শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই জোটের শীর্ষ নেতৃত্ব। আওয়ামি লিগের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও তাদের শাখা সংগঠনের যে সব কর্মী ১৯৭১ সালের পর জন্ম নিয়েছেন, তাঁদের আইনের আওতায় নিয়ে গণহারে বিচার করা হবে না। কিন্তু এই দলের অধীনে তাঁরা রাজনীতি করতে পারবেন না। তাঁরা যদি বাংলাদেশের কোনও আইনে অপরাধ করেন, অবশ্যই তাদের বিচার হবে।’ সন্ত্রাসবিরোধী আইনে এই নিষিদ্ধ ঘোষণার পরে দলের কাউকে আদালত ছাড়া সরকার অপরাধী হিসেবে শাস্তি দিতে পারে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যে আইনের কথা বলছেন, সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। সেখানেও আমরা সংশোধনের ব্যবস্থা করেছি। নিষিদ্ধ করার পরও তাকে সাজা দেওয়া যাবে না, এমনটি নয়। তবে নিষিদ্ধ করার বিষয়টি শাস্তির মধ্যে আসবে না।’ এর পরেই জামায়াতের পক্ষে আমির শফিকুর রহমান এক বিবৃতিতে দাবি করেন, ‘জামায়েত ও তার ছাত্রশাখাকে নিষিদ্ধ ঘোষণা করে দেশের চলমান আন্দোলনকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। কোটা সংস্কার আন্দোলনের সময়ে যে নৈরাজ্য চলেছে ও চলছে, জামায়াতের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।’যদিও এ বারই প্রথম নয়। এই নিয়ে তৃতীয় বারের জন্য নিষিদ্ধ করা হয়েছে বিএনপি-র সহযোগী এই রাজনৈতিক দলকে। বংলাদেশের একটি সূত্রের দাবি, ১৯৪১ সালের ২৬ অগস্ট লাহোরে প্রতিষ্ঠিত হয় জামায়াতে ইসলামী। ১৯৫৮ সালে জামায়াতের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেন তৎকালীন সেনা শাসক আইয়ুব খান। ১৯৬৪ সালের জানুয়ারিতে আবার নিষিদ্ধ হয় জামায়াতে। যদিও সেই বছরের শেষ দিকেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়।এ দিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে এ দিনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় দফায় দফায় হিংসাত্মক ঘটনা ঘটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান তাঁর রুমের দেওয়াল থেকে প্রধানমন্ত্রী হাসিনার ছবি খুলে ফেলেন। ক্ষুব্ধ পড়ুয়ারা শেখ হাসিনার পদত্যাগ চেয়েও সরব হয়েছেন। বিভিন্ন সমাজমাধ্যমে #stepdownhasina ক্যাম্পেন চলছে। গত তিন দিন ধরেই বাংলাদেশের বহু মানুষ ফেসবুকে তাঁদের ডিপি বদলে লাল রং করে দিয়েছেন। জানিয়েছেন, এটা তাঁদের প্রতিবাদের ভাষা। কোটা সংস্কার আন্দোলনে যত পড়ুয়াকে হত্যা করা হয়েছে, হচ্ছে, তাঁরা তার বিচার চান।বৃহস্পতিবার সকাল থেকে ঢাকাতেও প্রবল বৃষ্টি হচ্ছে। তা উপেক্ষা করেই চলছে আন্দোলন। অধিকাংশের পরনেই কালো জামা। সে দেশের সরকারের বিরুদ্ধে উঠছে স্লোগান। কোথাও আবার শোনা যাচ্ছে ‘জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত দাও রক্ত দাও।’ শিক্ষার্থীদের পাশে এ দিন মিছিলে হাঁটতে দেখা যায় অভিনেতা মোশাররফ করিম, আজমেরী হক বাঁধনদের। ছিলেন রাফিয়াত রাশিদ মিথিলা ও আশফাক নিপুণ, সোহেল মণ্ডলের মতো শিল্পীও।এ দিকে, রাষ্ট্রপুঞ্জ বাংলাদেশে ছাত্রদের উপরে গুলি চালানোর নিন্দা করেছেন বলে সেখানকার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজ়ারিক জানিয়েছেন। নিউ ইয়র্কের প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতার মধ্যেও বিষয়টি সবাইকে মনে করিয়ে দেওয়া জরুরি, বাংলাদেশে মানবিক সঙ্কট চলছে।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/Bb5FI2T
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads