মমতা ও সৌরভের উদ্যোগে মহামেডানে শ্রাচী https://ift.tt/c0LqxUR - MAS News bengali

মমতা ও সৌরভের উদ্যোগে মহামেডানে শ্রাচী https://ift.tt/c0LqxUR

আইএসএলে উঠে এসেছে মহামেডান। টিম করার খরচও বেড়ে গিয়েছে অনেক। সাদা কালো কর্তারা ছোটাছুটি করছিলেন অর্থ জোগাড়ের জন্য। স্পনসর হিসেবে বাঙ্কারহিল থাকলেও আরও কোনও বড় কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার প্রচেষ্টা ছিল। অবশেষে হাসি ফুটল সমর্থকদের মুখে। অন্যতম ইনভেস্টর হিসেবে তারা পেল শ্রাচী স্পোর্টসকে। মউ চুক্তি অনুযায়ী দু’বছরের জন্য ৩৫ কোটি টাকা দেবে শ্রাচী। ৩০.৫ শতাংশ এখন থেকে শ্রাচীর। পুরো বিষয়টির পিছনে উদ্যোগ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের। শ্রাচী এবং মহামেডানের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে দু’জনকে। আই লিগ জিতে আইএসএলে ওঠার পরে ভালো টিম করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন কর্তারা। কিন্তু, অর্থ একটা বড় সমস্যা ছিল। প্রথম থেকেই এই বিষয়ে নজর রেখেছিলেন মুখ্যমন্ত্রী। শিল্পের জন্য স্পেন সফরে মুখ্যমন্ত্রী ও সৌরভের সঙ্গে গিয়েছিলেন মহামেডান সচিব ইস্তিয়াক আহমেদ। সেখানে ইনভেস্টর নিয়ে কথাবার্তা হয়েছিল। সচিব ইস্তিয়াকের কথায়, ‘দেশে ফিরে প্রবল ব্যস্ততার মধ্যেও দিদি আমাদের বিষয়ে নজর রেখেছিলেন। সৌরভও শ্রাচীর সঙ্গে আমাদের কথা চালানোর ক্ষেত্রে খুবই সাহায্য করেছেন। দু’জনের কাছেই আমরা কৃতজ্ঞ। ওঁরা না থাকলে আমরা এ ভাবে এগোতে পারতাম না।’শ্রাচী কর্ণধার রাহুল টোডি অনেক দিন ধরেই ময়দানের খেলাধুলোর সঙ্গে যুক্ত। ইস্টবেঙ্গলের ক্রিকেট এবং হকি টিমের দায়িত্বে তাঁরা। আই লিগে রাজস্থান ইউনাইটেড টিমও নিয়েছে শ্রাচী। এবার সরাসরি মহামেডানের মতো ক্লাবের সঙ্গে। রাহুলের কথায়, ‘আমরা দিদির কাছে কৃতজ্ঞ, আমাদের এত বড় সুযোগ দেওয়ার জন্য। সৌরভও আমাদের খুব সাহায্য করেছে। মহামেডানকে সাফল্য এনে দেওয়াই লক্ষ্য।’


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/oLCy7Ts

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads