Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/H2MTCnj
প্যারিসের গ্রীষ্মে পুলেরও উত্তাপ বাড়াচ্ছেন সামার https://ift.tt/uKTRyFX

তাঁর নিজের মেজাজেই। এখন মনে হচ্ছে, সোনা না জেতাই সবচেয়ে বিস্ময়কর হবে তাঁর ক্ষেত্রে। মিডিয়া সেন্টারে আমেরিকান এক সাংবাদিকের সঙ্গে বাইলসকে নিয়েই কথা বলতে দেখা গেল এক এশিয়ান সাংবাদিককে। সেই আলোচনায় পুরোটাই সম্ভ্রম অলিম্পিক্সের এক কিংবদন্তির প্রতি। বাইলসের ইভেন্ট থাকলেই ভিড় জমছে বের্সি অ্যারিনায়।নিরাশ করছেন না বাইলসও। অল অ্যারাউন্ড টিম ইভেন্টের পরে ব্যক্তিগত অল অ্যারাউন্ডেও সোনা জিতেছেন বাইলস। এখনও পদক জেতার সুযোগ আছে বেশ কিছু। সে দিকে নজর রেখে চলেছে প্যারিস। আর নজর আছে সাঁতারে। সেখানে অবশ্য সাঙ্ঘাতিক প্রতিদ্বন্দ্বিতা চলছে বিভিন্ন ইভেন্টের সাঁতারুদের মধ্যে। কে ক’টা পদক গলায় ঝোলাবেন, তার প্রতিযোগিতা এখন বেশ উত্তেজক।ইউএসএ-র কেটি লেডেকি বা অস্ট্রেলিয়ার আরিয়ারনে টিটমাসের দিকে সবার নজর ছিলই। আগেও তাঁরা অলিম্পিক্সে সফল। এখনও পর্যন্ত প্যারিসে তাঁর ঝুলিতে একটি সোনা, একটি রুপো, একটি ব্রোঞ্জ। একটু যেন কম-কম। তবে ইভেন্ট বাকি এখনও। লন্ডন অলিম্পিক্স থেকে পুল মাতাচ্ছেন ২৭ বছরের লেডেকি। এখনও পর্যন্ত সব মিলিয়ে তাঁর সংগ্রহে আটটি সোনা, চার রুপো, এক ব্রোঞ্জ।কম যান না অজ়ি তারকা টিটমাস। তাসমানিয়ার এই ২৩ বছরের সাঁতারু এখনই প্যারিসে জিতেছেন দুটি সোনা, একটি রুপো। তার মধ্যে দুটি সোনাই জিতেছেন লেডেকিকে পিছনে ফেলে। অর্থাৎ, আমেরিকান সাঁতারুর সোনায় ভাগ বসিয়ে দিয়েছেন টিটমাস— ৪০০ মিটার ফ্রি-স্টাইল এবং ৪X২০০ মিটার ফ্রি স্টাইলে। দু’জনের এই ডুয়েলের প্রত্যাশাতেই ছিলেন সবাই, যা শুরু হয়েছে টোকিও অলিম্পিক্স থেকে। লেডেকি প্যারিসে সোনা জিতেছেন ১৫০০ মিটার ফ্রি স্টাইলে।তবে মেয়েদের সাঁতারে এই দু’জনকে ছাপিয়ে যাঁর কথা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তিনি ক্যানাডিয়ান। প্যারিসের গ্রীষ্মে পুলের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন সামার। ১৭ বছরের সামার ম্যাকিনটশকে মনে করা হচ্ছে ভবিষ্যতের তারকা। যিনি লেডেকি বা টিটমাসের মতোই বড় তারকা হওয়ার বারুদ নিয়ে হাজির প্যারিসে। এখনই তিনি জিতেছেন তিনটি পদক। ২০০ মিটার বাটারফ্লাই ও ৪০০ মিটার মেডলিতে সোনা, রুপো পেয়েছেন ৪০০ মিটার ফ্রিস্টাইলে। বাটারফ্লাই সামারের প্রিয় ইভেন্ট। বৃহস্পতিবার ২০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জেতার পথে অলিম্পিক্স রেকর্ডও করে বসে আছেন তিনি।২০০ মিটার বাটারফ্লাইয়ের প্রতি সামারের প্রেম আসলে তাঁর মা জিল হর্স্টিডের জন্য। জিল কমনওয়েলথ গেমসে পদক জিতলেও তাঁর অলিম্পিক্স পদক ছিল না। কিন্তু তাঁরও প্রিয় ইভেন্ট ছিল ২০০ মিটার বাটারফ্লাই। মেয়ে সামার এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই ট্র্যাডিশনই। ক্যানাডার টেনিস তারকা ফেলিক্স অগার আলিয়াসিমে পরপর দানিল মেদভেদেভ ও ক্যাস্পার রুডকে হারিয়ে সেমিফাইনালে উঠে চমকে দিয়েছেন। তাঁকে ঘিরে হইচই ছিল ক্যানাডিয়ানদের মধ্যে। ১৭ বছরের সামার সেই হইচইকে অন্য মাত্রা দিচ্ছেন সাঁতারের পুলে।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/H2MTCnj
Leave Comments
Post a Comment