তিন গোলে হার, ১২ নম্বরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড https://ift.tt/JXPVTOw - MAS News bengali

তিন গোলে হার, ১২ নম্বরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড https://ift.tt/JXPVTOw

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-০ : টটেনহ্যাম-৩ (জনসন ৩, কুলুসেভস্কি ৪৭, সোলাঙ্কে ৭৭)ছ’ম্যাচে মাত্র সাত পয়েন্ট। এখন প্রিমিয়ার লিগে ১২ নম্বরে। ক্রমশ যেন আরও তলিয়ে যাচ্ছে এরিক টেন হ্যাগের টিম। রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-০ হারাল ইউনাইটেডকে। আরও একবার উঠে গেল টেন হ্যাগ নিয়ে প্রশ্ন। আর কতি দিন তিনি থাকবেন, তা নিয়ে জল্পনা শুরু করেছেন রেড ডেভিল ভক্তরাই। এদিন ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যেই ব্রেনান জনসন গোল করে এগিয়ে দেন টটেনহ্যামকে। বিরতির পরেই ২-০ করেন দেজান কুলুসেভস্কি। ডমিনিক সোলাঙ্কে ৭৭ মিনিটে ৩-০ করেন। ইউনাইটেডের খারাপ সময়ও যেন শেষ হওয়ার নয়। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে লাল কার্ড দেখেন ব্রুনো ফের্নান্দেস। যদিও এই কার্ড নিয়ে বিতর্ক ছিল। অনেকের দাবি, ট্যাকল করার সময়ে পা পিছলে যাওয়াতেই বিপত্তি হয়েছে। টটেনহ্যামের জনসন গোল করলেও এই গোলে বড় অবদান মিকি ফান ডে ভেনের। নিজেদের হাফে বল ধরে লম্বা দৌড়ে ইউনাইটেডের বক্সে ঢুকে পাস বাড়ান মাঝখানে। ওত পেতে থাকা জনসন বল ঠেলে দেন। মিকির লম্বা দৌড়ের সময়ে ইউনাইটেডের কেউ আটকাতে পারেননি তাঁকে। গোটা ম্যাচে বারবার এ রকম ব্যর্থতার পরিচয় দিয়েছে ইউনাইটেড। ররি ডেলাপ এক সময়ে প্রিমিয়ার লিগে বিখ্যাত ছিলেন তাঁর লম্বা থ্রোয়ের জন্য। তাঁর ছেলে ২১ বছরের লিয়াম এদিন কেরামতি দেখালেন গোলের সামনে। মূলত তাঁর জন্যই প্রথম পাঁচে থাকা অ্যাস্টন ভিলার সঙ্গে ড্র করতে পারল ইপ্সউইচ টাউন। ২-২ ড্রয়ের পরে ভিলা থাকল পাঁচ নম্বরে। চেলসির সঙ্গে পয়েন্ট (১৩) সমান হলেও গোলপার্থক্যে পিছিয়ে ভিলা। এ দিন ম্যাচের আট মিনিটে গোল করেন লিয়াম। ভিলার মর্গ্যান রজার্স ও ওলি ওয়াটকিন্স বিরতির আগেই ২-১ করে দেন। কিন্তু ৭২ মিনিটে লিয়াম আরও একটি গোল করে ম্যাচ ২-২ করে দেন। চার পয়েন্ট নিয়ে ইপ্সউইচ ১৫ নম্বরে।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/Ha0KmnA
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads