ইতিহাসে পা রেখে সোনার স্বপ্ন বিনেশের https://ift.tt/H9nb30r - MAS News bengali

ইতিহাসে পা রেখে সোনার স্বপ্ন বিনেশের https://ift.tt/H9nb30r

চোখের জলের হয় না কোনও রং। তবু কত রঙের ছবি আছে আঁকা। সেই চোখের জলের ছবিতে তিনি ধরা পড়েছিলেন এক অসহায় মুখ হয়ে। যখন যন্তর মন্তরের সামনে ধর্নায় বসেছিলেন। টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাচ্ছিল উর্দিধারী পুলিশ। তাঁর চোখের জলে সে দিন লজ্জায় মুখ ঢেকেছিলেন ক্রীড়াপ্রেমীরা।সেই মেয়ে মঙ্গলবার রাতেও কাঁদলেন। সে কান্নায় মেশা সেই সব অপমানের জবাব এবং এক সোনালী স্বপ্ন। যে স্বপ্ন চোখে মেখে বুধবার রাতে আবার বসবে কাশ্মীর থেকে কন্যাকুমারী। সোনার মেয়ের দিকে থাকবে সবার নজর। সেই সোনার মেয়ের নাম বিনেশ ফোগাট। যন্তর মন্তরের রাজপথে উর্দিধারী পুলিশের হেনস্তার শিকার বিনেশই প্যারিসে প্রথমবার ভারতবাসীর সোনার স্বপ্ন নিয়ে গিয়েছেন আইফেল টাওয়ারের চূড়ায়। মেয়েদের কুস্তির ৫০ কেজি বিভাগে সেমিফাইনালে কিউবার ইউসনেলিস গুজ়মানকে ৫-০ ব্যবধানে স্রেফ উড়িয়ে দিলেন বিনেশ। এতটাই আত্মবিশ্বাসী। আসলে দেওয়ালে পিঠ থেকে যাওয়া থেকে স্বপ্নের শিখরে ওঠার নামই যেন বিনেশ।একই সঙ্গে মেয়েদের কুস্তিতে লিখলেন নয়া ইতিহাস। ভারতের প্রথম মেয়ে কুস্তিগির হিসেবে অলিম্পিক্সে ফাইনালে উঠলেন তিনি। সব মিলিয়ে বিনেশ যেন সেই কল্পলোকের ফিনিক্স পাখি।কুস্তি সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে উঠেছিল যৌনহেনস্থার অভিযোগ। ব্রিজভূষণের পদত্যাগের দাবিতেই ২০২৩-এর জানুয়ারি থেকে ধর্নায় বসেছিলেন বিনেশ, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। ৪০ দিন রাস্তায় বসেছিলেন দেশের নামী কুস্তিগিররা। যা নিয়ে পুলিশের মার পর্যন্ত হজম করতে হয়। সেখান থেকে প্যারিসে স্বপ্নের সোনালী দৌড়।তখনও বিনেশ ফাইনালে ওঠেননি। ভারতের সোনার ছেলে জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া বলে দিলেন, ‘যে অবস্থার মধ্যে দিয়ে বিনেশকে যেতে হয়েছে, তাতে ওর এই জয় বিশাল বড়। আমি চাইব, ও দুর্দান্ত খেলুক। পদক জিতুক।’ নীরজ-বিনেশদের জন্য ভারতীয়দের রিংটোন হতেই পারে সাফল্যের তেরঙা ‘লেহেরা দো।’


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/7bBoW0U
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads