​​কোথাও আশ্রয় চাননি মা, হাসিনা পুত্রের কথায় নয়া জল্পনা https://ift.tt/xFK0tgV - MAS News bengali

​​কোথাও আশ্রয় চাননি মা, হাসিনা পুত্রের কথায় নয়া জল্পনা https://ift.tt/xFK0tgV

এই সময়, নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে সোমবারই বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। সোমবার বিকেলে গাজ়িয়াবাদের হিন্ডন এয়ারবেসে তাঁর বিমান অবতরণের পরে হাসিনাকে দিল্লির কোনও 'সেফ হাউস'-এ রাখা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো— হাসিনা কতদিন ভারতে থাকবেন? এবং আগামী দিনে তিনি কোনও দেশে রাজনৈতিক আশ্রয় নেবেন কি না? মঙ্গলবারও এ নিয়ে কিছু জানায়নি কেন্দ্রীয় সরকার। তবে হাসিনা-পুত্র এ দিন একটি সর্বভারতীয় টিভি চ্যানেলকে জানিয়েছেন, তাঁর মা এখনও পর্যন্ত কোনও দেশেই রাজনৈতিক আশ্রয় চাননি। ওয়াশিংটন থেকে ওই টিভি চ্যানেলকে জয় বলেছেন, 'উনি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। উনি কোথাও আশ্রয় চাননি। তাই ব্রিটেন বা ইউএসএ তাঁর আবেদনে সাড়া দেননি বলে যে সব কথা উঠছে, তা ঠিক নয়।'তাঁর সংযোজন, 'বাংলাদেশের রাজনীতি নিয়ে ওঁর আর কোনও আগ্রহ নেই। আমার মা এমনিতেই অবসরের কথা ভাবছিলেন, এটাই প্রধানমন্ত্রী হিসাবে ওঁর শেষ দফা হতো।' এর আগে হাসিনা ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন বলে সংবাদসংস্থা সূত্রে দাবি করা হচ্ছিল। সজীবের বক্তব্যের পরে তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হলো। এ দিন সকালেই ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রককে উদ্ধৃত করে ওই টিভি চ্যানেল দাবি করে, হাসিনা যে ভাবে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলা হচ্ছে, তা সে দেশের অভিবাসন আইন অনুযায়ী সম্ভব নয়। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ওই চ্যানেলকে জানান, 'প্রয়োজনের মুহূর্তে ব্যক্তিবিশেষকে সুরক্ষা দেওয়ার গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে ব্রিটেনের। তবে ব্রিটেনে পৌঁছে সেখানে সাময়িক আশ্রয় চাওয়ার কোনও নিয়ম নেই।' ওই মুখপাত্রের সংযোজন, 'যাঁদের আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন, তাঁরা দেশ ছাড়ার পর প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রাখছেন, সেখানেই আশ্রয় চাওয়ার কথা। সেটাই তাঁর নিরাপত্তা পাওয়ার দ্রুততম পথ।' সূত্রের খবর, বিদেশমন্ত্রী জয়শঙ্কর এ দিন সর্বদলীয় বৈঠকে জানান, বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী আপাতত ভারতে আশ্রয় নিয়েছেন। ধাতস্থ হতে তাঁকে কিছু দিন সময় দেওয়া হবে। হাসিনার পরবর্তী পরিকল্পনা কী, তা তিনি ভারত সরকারকে জানালে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। এ দিন অন্য একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, হাসিনার ভিসা বাতিল করেছে ইউএসএ। যদিও হাসিনার সরকারের সঙ্গে ইউএসএ-র সম্পর্ক মধুর ছিল না বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। এই পরিস্থিতিতে কী করবেন হাসিনা, সেটাই বড় প্রশ্ন। ৪৯ বছর আগে বঙ্গবন্ধু মুজিবর রহমানের নৃশংস হত্যার ঘটনার সময়ে তাঁর কন্যা হাসিনা ছিলেন জার্মানিতে স্বামী ওয়াজেদ মিঞাঁর কাছে। বাবার হত্যার খবর পেয়েও বাংলাদেশে ফেরার উপায় ছিল না তাঁর। এই পরিস্থিতিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও তাঁর একান্ত আস্থাভাজন প্রণব মুখোপাধ্যায়ের সক্রিয় সহযোগিতায় দিল্লিতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা৷ প্রবীণ রাজনীতিক বলেন, সেই সময়ে প্রতি সপ্তাহে নিয়ম করে দিল্লির নিজামউদ্দিন আওলিয়ার দরগায় যেতেন হাসিনা৷ এবার রাজনৈতিক জীবনের কঠিনতম মুহূর্তে আবারও দিল্লিতে এসেছেন হাসিনা। তিনি এবার নিজে যেতে না-পারলেও তাঁর তরফে দরগায় প্রার্থনা জানানো হয়েছে বলেও সূত্রের খবর।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/WHbRecP

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads