Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/38i5mkd
ব্যাটিং নিয়ে অখুশি, স্পিনের খেলায় নজরের পরামর্শ রোহিতের https://ift.tt/QmwCFNx

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ় জিতলেও ওডিআই সিরিজ়ে হারতে হল। গৌতম গম্ভীর ও জুটির প্রথম পরীক্ষায় ফেল করল। সিরিজ়ের প্রথম ম্যাচ ড্রয়ের পর বাকি দুটো ম্যাচে হারতে হলো। তৃতীয় ম্যাচ ভারত হারল ১১০ রানের বড় ব্যবধানে।টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ওপেন করতে নেমে ভালো শুরু পায় পথুম নিশাঙ্কা ও আবিষ্কা ফার্নান্ডো জুটি। ৮৯ রান করে ওপেনিং জুটি। পথুম নিশাঙ্কা ৪৫ রান করে ফেরেন। তাঁকে আউট করেন অক্ষর প্যাটেল। এরপর পার্টনারশিপ তৈরি করেন আবিষ্কা ও কুশল মেন্ডিস। কিন্তু রিয়ান পরাগ ৯৬ রান করা আবিষ্কাকে ফেরান। কুশল মেন্ডিস করেন ৫৯ রান। এই তিনজন বাদে আর কেউ বড় রান পাননি। শেষের দিতে কামিন্দু মেন্ডিস ২৩ রান করে। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান করে শ্রীলঙ্কা। ভারতের হয়ে তিনটে উইকেট নেন রিয়ান পরাগ। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব। রান তাড়া করতে নেমে ভারত ভালো শুরু পায়নি। রোহিত শর্মা ও শুভমান গিল মাত্র ৩৭ রান করে। গিল মাত্র ৬ রান করে ফেরেন। আশিথা ফার্নান্ডোর বলে বোল্ড হন তিনি। এরপর রোহিত শর্মাও ব্যর্থ হন। তিনি করেন ৩৫ রান। দলের যখন রান ৫৩ সেই সময় ফেরেন রোহিত। এরপর ১০ রানের মধ্যে আউট হন পন্থ। তিনি করেন মাত্র ৬ রান। মহেশ ঠিকশানার বলে স্টাম্প আউট হন তিনি।এরপর এক এক করে ব্যর্থ হন শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, রিয়ান পরাগ, শিবম দুবে। রিয়ান ১৫ রান করেন। শেষে ওয়াশিংটন সুন্দর ৩০ রান করেন। বিরাট কোহলি ২০ রান করেন। ১১ জন প্লেয়ারের মধ্যে মাত্র চারজন দুই অঙ্কের রান করেছেন। যারমধ্যে সর্বোচ্চ ৩৫। এই খারাপ ব্যাটিং নিয়ে জেতা যে সম্ভব ছিল না তা সকলেরই জানা। মাত্র ২৬.১ ওভারে গুটিয়ে গেল ভারত ও করল মাত্র ১৩৮ রান। শ্রীলঙ্কার হয়ে পাঁচ উইকেট নেন দুনিথ ওয়েল্লালাগে। দুটি করে উইকেট নেন মহেশ ঠিকশানা, জেফ্রি ভান্ডারসে। একটি উইকেট নেন আশিথা ফার্নান্ডো। ১১০ রানে হার ও সিরিজ়ে হারের পর রোহিত শর্মা বলেন, 'আমি মনে করি না স্পিনটা চিন্তার। তবে আমাদের প্রত্যেকের বিষয়টির দিকে নজর দেওয়া উচিত। ভারতীয় দলে খেলা মানে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। অন্তত আমি যতদিন আছি ততদিন নেই। তবে ভালো ক্রিকেট সবাইকে খেলতে হবে। শ্রীলঙ্কা আমাদের থেকে ভালো খেলেছে। অনেকগুলো জায়গা আছে যেখানে আমাদের কাজ করতে হবে। ভবিষ্যতেও আমরা এই পরিস্থিতিতে আসতে পারে। সিরিজ় হার মানে সব শেষ নয়। তবে হারের পর কী ভাবে কামব্যাক করছ সেটাই গুরুত্বপূর্ণ।'
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/38i5mkd
Leave Comments
Post a Comment