Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/nhHECcK
স্যাম কারেনের নেতৃত্বেই ম্যাজিক! রাহুল রানে ফিরলেও জয় পঞ্জাবের https://ift.tt/Regprdy

পঞ্জাব কিংসকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল লখনউ সুপার জায়ান্টসের। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ লোকেশ রাহুলের দল। টানটান উত্তেজনার ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ২ উইকেটে হারাল পঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫৯/৮ তোলে লখনউ। জবাবে ৩ বল বাকি থাকতে ১৬১/৮ তুলে ম্যাচ জিতে নেয় পঞ্জাব। চোটের জন্য শিখর ধাওয়ান খেলতে না পারায় এদিন পঞ্জাব কিংসকে নেতৃত্ব দিতে নামেন স্যাম কারেন। টস জিতে তিনি লখনউ সুপার জায়ান্টকে ব্যাট করতে পাঠান। ভালো শুরু করেছিলেন দুই ওপেনার কাইল মেয়ার্স ও লোকেশ রাহুল। ওপেনিং জুটিতে ওঠে ৫৩। অস্টম ওভারে প্রথম ধাক্কা খায় লখনউ। কাইল মেয়ার্সকে (২৩ বলে ২৯) তুলে নেন হরপ্রীত ব্রার। পরের ওভারেই দীপক হুডাকে (২) ফেরান সিকান্দার রাজা। পরপর ২ উইকেট হারিয়ে রান তোলার গতি কমে যায় লখনউর। এরপর ক্রূণাল পান্ডিয়াকে সঙ্গে নিয়ে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক লোকেশ রাহুল। পঞ্জাব বোলাররা অবশ্য লখনউ–র এই দুই ব্যাটারকে খুব বেশি আক্রমণাত্মক হয়ে ওঠার সুযোগ দেননি। ১৫ তম ওভারে জোড়া ধাক্কা চাপে ফেলে দেয়। পরপর ২ বলে ক্রূণাল পান্ডিয়া (১৭ বলে ১৮) ও নিকোলাস পুরানকে (০) তুলে নেন কাগিসো রাবাডা। মার্কাস স্টয়নিস (১১ বলে ১৫) আক্রমণাত্মক হয়ে ওঠার চেষ্টা করছিলেন। তাঁকে ফেরান স্যাম কারেন। একা লড়াই করেন লোকেশ রাহুল। ৫৬ বলে ৭৪ রান করে তিনি অর্শদীপ সিংয়ের বলে আউট হন। শেষ ওভারে কৃষ্ণাপ্পা গৌতম (১) ও যুধবীর সিংকে (০) ফেরান স্যাম কারেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫৯/৮ তোলে লখনউ। ৩১ রানে ৩ উইকেট নেন স্যাম কারেন। ৩৪ রানে ২ উইকেট পান কাগিসো রাবাডা। জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় পঞ্জাব কিংস। তৃতীয় বলেই অথর্ব তাইডেকে (০) তুলে নেন যুধবীর সিং। এদিন দুই তরুণ ক্রিকেটারেরই আইপিএল অভিষেক হল। অভিষেক ম্যাচে যুধবীর সিং নজর কাড়লেও ব্যর্থ অথর্ব। শুধু অথর্বকেই নয়, প্রভসিমরন সিংকেও (৪) তুলে নেন যুধবীর। ১৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পঞ্জাব কিংস। দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ম্যাথু শর্ট ও হরপ্রীত সিং। ষষ্ঠ ওভারের শেষ বলে ম্যাথু শর্টকে (২২ বলে ৩৪) তুলে নেন কৃষ্ণাপ্পা গৌতম। হরপ্রীত সিংকে (২২ বলে ২২) ফেরান ক্রূণাল পান্ডিয়া। ৭৫ রানে ৪ উইকেট হারায় পঞ্জাব। পঞ্চদশ ওভারে স্যাম কারেনকে (৬) তুলে নেন রবি বিষ্ণোই। পরের ওভারেই জিতেশ শর্মাকে (২) ফিরিয়ে পঞ্জাবকে চাপে ফেলে দেন মার্ক উড। চাপ কাটিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সিকান্দার রাজা। ১৮ তম ওভারের পঞ্চম বলে তাঁকে তুলে নেন রবি বিষ্ণোই। ৪১ বলে ৫৭ রান করে আউট হন সিকন্দর। ১২ বলে ২০ রান দরকার ছিল। ১৯তম ওভারে মার্ক উডের বলে ওঠে ১৩। শেষ ওভারে পঞ্জাবের জয়ের জন্য দরকার ছিল ৭ রান। রবি বিষ্ণোইয়ের প্রথম বলে ২ রান নেন শাহরুখ খান। পরের বলেও ২ রান আসে। তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এনে দেন শাহরুখ (১০ বলে অপরাজিত ২৩)। লখনউয়ের হয়ে ২টি করে উইকেট নেন যুধবীর সিং, রবি বিষ্ণোই ও মার্ক উড।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/nhHECcK
Leave Comments
Post a Comment