'এক বস্ত্রে দেশ ছেড়েছি', সাফাই প্রাক্তন আফগান প্রেসিডেন্ট ঘানির https://ift.tt/3sGfEWm - MAS News bengali

'এক বস্ত্রে দেশ ছেড়েছি', সাফাই প্রাক্তন আফগান প্রেসিডেন্ট ঘানির https://ift.tt/3sGfEWm

এই সময় ডিজিটাল ডেস্ক: কাবুলকে যখন চারিদিক থেকে ঘিরে রেখেছিল , সেই সময় টাকা ভর্তি হেলিকপ্টার নিয়ে দেশ ছেড়েছিলেন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি। এরপর আফগানিস্তান ফের গিয়েছে তালিবানের হাতে। আফগান ভাইস প্রেসিডেন্ট সালেহ কট্টরপন্থিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করলেও তিনি সফল হননি। আফগানিস্তানে সরকার গঠন করেছে তালিবান। এই ঘটনার প্রায় চার মাস পর দেশ ছেড়ে 'পালিয়ে যাওয়া' নিয়ে মুখ খুললেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বোঝাতে চেয়েছেন কিছুটা 'অসহায়' হয়েই মাতৃভূমি ছেড়েছিলেন তিনি। ঠিক কী বলেছেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট? ঘানি বলেন, 'যেদিন দেশ ত্যাগ করি সেদিন সকালেও জানতাম না আমি সন্ধ্যায় কী হতে চলেছে। আমার কোনও ধারনা ছিল না দেশ ছাড়ার বিষয়ে।' তিনি জানান, তাঁকে আফগান প্রশাসনের তরফে জানানো হয়েছিল, তালিবান কাবুলে প্রবেশ করছে না। কিন্তু, দুই ঘণ্টা পরে চিত্রটা ছিল সম্পূর্ণ আলাদা। বিদ্যুতের গতিতে আফগানিস্তানের রাজধানীর দখল নিচ্ছে তালিবান, জানতে পারেন ঘানি। কয়েক সপ্তাহ বা মাস নয় কয়েক ঘণ্টায় কাবুলের দখল নিতে চলেছে তালিবান, বুঝতে পেরেছিলেন তিনি। প্রাক্তন আফগান প্রেসিডেন্ট জানান, তিনি দেশ ছাড়ার জন্য দুই মিনিটের বেশি সময় পাননি। ঘানি সরকারের এক আধিকারিক আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'যে পোশাকে ছিলেন, তাতেই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট।' পরিবার পরিজনদের প্রাণ বাঁচাতে দেশত্যাগ?ঘানি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'তালিবান যখন কাবুলকে চারিদিক থেকে ঘিরে নিয়েছিল সেই সময় দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়,আমাকে আর সুরক্ষা দেওয়া সম্ভব হবে না। সুরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আমি যদি সেখানে থাকতাম সেক্ষেত্রে আমার স্ত্রী এবং পরিজনদের খুন করা হত।’ ঘানি আরও বলেন, 'জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মোহিব আমাকে দুই মিনিট সময় দিয়েছিল দেশ ছাড়ার জন্য ।' দেশ ছাড়াও মুহূর্ত পর্যন্ত তিনি জানতেন না তাঁকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, জানান আফগান প্রেসিডেন্ট। এদিকে দেশ ছাড়ার সময় টাকা ভর্তি হেলিকপ্টারে দেশ ছেড়েছিলেন আশরফ ঘানি, সামনে এসেছিল এমনই তথ্য। এই সাক্ষাৎকারে সেই অভিযোগ অস্বীকার করেন তিনি। ঘানি বলেন, 'আমার সঙ্গে কোনও অর্থ ছিল না। দেশবাসীর এক পয়সা নিইনি। আমি আগেও বলেছি, আজও বলছি এই নিয়ে তদন্ত করা হোক। আমি অত্যন্ত সহজ-ছাপোষা জীবনযাপন করি। এই অর্থ দিয়ে আমি কী করব!' তাঁর বিরুদ্ধে এই অভিযোগ তোলার জন্য রাশিয়ার বিরুদ্ধেও তোপ দাগেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3EGUjhQ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads