Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3HsAAV3
বর্ষশেষের আগে সেনার বড় সাফল্য কাশ্মীরে, নিকেশ ৬ জঙ্গি https://ift.tt/3eAPL1P
এই সময় ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে বড় সড় সাফল্য। অনন্তনাগ ও কুলগাম জেলায় ভারতীয় সেনাবাহিনীর দুটি পৃথক এনকাউন্টারে নিকেশ ৬ জঙ্গি। তাদের মধ্যে দু’জন পাক জঙ্গি। বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ পুলিশের তরফে টুইট বার্তায় দাবি করা হয় মাঝ রাতে অভিযান চালিয়ে সাফল্য এসেছে। মোট ৬ জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ ও কুলগাম জেলায় দু’টি পৃথক ঘটনায় ওই ছয় জঙ্গি মারা পড়েছে। বুধবার সন্ধে থেকেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ শুরু হয় জঙ্গিদের। পর পর অভিযানে অনন্তনাগ জেলার নৌগাম এবং কুলগামের মিরহামা গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয় জঙ্গিদের। পুলিশের দাবি সশস্ত্র ওই ছয় জঙ্গির মধ্যে চারজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ২ জন পাকিস্তানের জঙ্গি। অন্য দু’জন স্থানীয় বাসিন্দা। বাকি দু’জনের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ দিনের ঘটনাকে পুলিশ বড় সাফল্য হিসেবে দেখাতে চাইছে। কাশ্মীরের IG বিজয় কুমারের বক্তব্য উদ্ধৃত করে কাশ্মীর পুলিশের তরফে এ দিন ভোরে টুইট করে দাবি করা হয়, ‘এটি পুলিশের একটি বড় সাফল্য’। বুধবার সন্ধ্যায় প্রথম সংঘর্ষ শুরু হয় অনন্তনাগের নৌগাম এলাকায়। পুলিশের দাবি, গুলি বিনিময়ের সময় একজন পুলিশ কর্মী জখম হয়েছেন। নৌগামে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক পাক নাগরিক-সহ তিন জন জঙ্গি মারা পড়ে। ঠিক তার পরেই নিরাপত্তা রক্ষী বাহিনী মিরহামা গ্রামে আর একটি অভিযান চালায় কুলগাম জেলায়। সেখানেই বাকি তিন জঙ্গি প্রাণ হারায় পুলিশের সঙ্গে সংঘর্ষে। পুলিশের সন্দেহ ওই এলাকায় আরও এক জঙ্গি লুকিয়ে থাকতে পারে। মনে করা হচ্ছে সেই জঙ্গির খোঁজে ফের তল্লাশি অভিযান চালাবে পুলিশ। গত ২৬ ডিসেম্বর ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখার সঙ্গে যুক্ত এক জঙ্গিকে খতম করা হয়েছে বলে দাবি করেছিল ভারতীয় সেনা। সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী সে দিন অভিযান চালায় অনন্তনাগে। সে দিনের সংঘর্ষে ফাহিম ভাট আইসিস জঙ্গির মৃত্যু হয় বলে জানা গিয়েছিল। ফাহিমের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরের এক পুলিশ আধিকারিককে খুন করার অভিযোগ ছিল। কাশ্মীর পুলিশের তরফে জানা গিয়েছে, গত ২২ ডিসেম্বর বিজবেহারা থানার বাইরে কর্তব্যরত সহকারী সাব-ইন্সপেক্টর (ASI) মোহাম্মদ আশরাফ দারকে হত্যা করে জঙ্গিরা। সেই ঘটনায় জড়িত ছিল ফাহিম।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3HsAAV3
Previous article
Next article
Leave Comments
Post a Comment