সেঞ্চুরির দরজায় ধাক্কা পটলের! ত্রিশঙ্কু দামে পকেট ফাঁকা সাধারণের https://ift.tt/348c1ye - MAS News bengali

সেঞ্চুরির দরজায় ধাক্কা পটলের! ত্রিশঙ্কু দামে পকেট ফাঁকা সাধারণের https://ift.tt/348c1ye

এই সময় ডিজিটাল ডেস্ক: শীতে বাজারে হরেক রকম সবজি মেলে। আর সেই কারণেই বেশ কম থাকে। প্রতি বছর ব্যাপারটা এরকম হলেও এবছর কিন্তু পরিস্থিতি ভিন্ন। দোকানে হরেক রকম সবজি থাকলেও, তিন সবজির দামে পকেট ফাঁকা হতে চলেছে মধ্যবিত্তের। এই তিনি সবজির দামই শীতে অনেকটা কম থাকার কথা হলেও এবছর তেমনটা ঘটল না। বেজায় দাম পটল, ঢ্যাঁড়শ ও পেঁয়াজকলির। কয়েকদিন আগে টমেটো এদের সঙ্গে সহাবস্থান করলেও সম্প্রতি সেই ঘর ছেড়ে বেরিয়েছে টমেটো। অন্যদিকে বাজারে এখনও মধ্যবিত্তের সাধ্য়ের মধ্যে রয়েছে, ফুলকপি, বাঁধাকপির মতো সবজি। পেঁপে, সীম, মুলোও মিলছে কম দামে। আলুর দাম একসময় 20 টাকার বেশি হলেও এখন তা এসে দাঁড়িয়েছে 18-তে। মূলত, পাইকারি বাজারে দাম বাড়লেই সেই প্রভাব এসে পড়ে খুচরো বাজারে। কারণ, এই পাইকারি বাজার থেকেই সবজি কিনে তা খুচরো বাজারে লাভ রেখে বিক্রি করেন খুচরো বিক্রেতারা। একনজরে দেখে নেওয়া যাক বুধবারের পাইকারি বাজার কী বলছে? বুধবারের পাইকারি বাজার দর কাঁচা লঙ্কা - 35 টাকা থেকে 45 টাকা কেজি আলু - 15 থেকে 16 টাকা প্রতি কেজি ঢ্যাঁড়শ - 75 থেকে 85 টাকা প্রতি কেজি পেঁয়াজ - 27 থেকে 30 টাকা প্রতি কেজি পেঁপে - 15 থেকে 18 টাকা প্রতি কেজি শশা - 25 থেকে 31 টাকা প্রতি কেজি ক্যাপসিকাম - 50 থেকে 52 টাকা বৃহস্পতিবারে খুচরো বাজারের দর পটল - 80 টাকা প্রতি কেজি ঢ্যাঁড়শ - 110 টাকা কেজি পেঁয়াজকলি- 100 টাকা প্রতি কেজি ফুলকপি - 15 থেকে 20 টাকা পিস আলু - 18 টাকা কেজি লঙ্কা - 90 টাকা কেজি বৃহস্পতিবারে মাছের দাম ট্যাংরা - 350 টাকা থেকে 400 টাকা কেজি রুই মাছ - 170 টাকা থেকে 190 টাকা কাতলা মাছ - 400 টাকা থেকে 600 টাকা কেজি তেলাপিয়া - 200 টাকা কেজি বৃহস্পতিবারে ডিম ও মাংসের দাম চিকেন - 170 থেকে 190 টাকা কেজি মাটন - 650 থেকে 690 টাকা প্রতি কেজি গোটা মুরগি - 123 টাকা থেকে 140 টাকা কেজি ডিম - প্রতি পিসের দাম রয়েছে 6 টাকা থেকে 6.50 টাকা।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3199G4Q
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads