পুলিশের চোখের সামনেই শ্যুটআউট, গুলিতে ঝাঁঝরা গ্যাংস্টার আতিক https://ift.tt/9zxC3Gv - MAS News bengali

পুলিশের চোখের সামনেই শ্যুটআউট, গুলিতে ঝাঁঝরা গ্যাংস্টার আতিক https://ift.tt/9zxC3Gv

পুলিশের চোখের সামনেই গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদকে গুলি করে খুন। শ্যুটআউটে প্রাণ গেল আতিকের ভাই আশরফেরও। শনিবারের এই জোড়া হত্যাকাণ্ডের জেরে উত্তর প্রদেশের প্রয়াগরাজে ফের ছড়াল আতঙ্ক। সূত্রের খবর, এদিন গ্যাংস্টার আতিক ও তার ভাইকে মেডিক্যাল চেক আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় আচমকাই আতিককে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী। গুলি তার মাথায় লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় কুখ্যাত এই গ্য়াংস্টারের। প্রত্যক্ষদর্শীদের দাবি, এর পরই আতিকের ভাই আশরফকে ঘিরে ধরে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় তারও। জোড়া হত্যাকাণ্ডের সেই ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এদিন আতিকের মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে জানান গ্যাংস্টারের আইনজীবী বিজয় মিশ্র। তাঁর দাবি, ভিড়ের মধ্যে থেকে আতিককে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী। তবে ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে, তা স্পষ্ট করেননি আইনজীবী মিশ্র। উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের দলের সাংসদ ছিলেন আতিক। অপহরণ মামলায় তাকে যাবজ্জীবনের সাজা শুনিয়েছিল আজালত। চলতি মাসেই গুজরাটের অহমেদাবাদ থেকে আতিককে প্রয়াগরাজ জেলে নিয়ে আসা হয়। যোগী রাজ্যের পুলিশ তাকে 'ভুয়ো' এনকাউন্টারে খতম করার প্রস্তুতি নিচ্ছে বলে বিস্ফোরক দাবি করে এই গ্যাংস্টার। শেষ পর্যন্ত পুলিশি ঘেরা টোপেই দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গেল আতিকের। অন্যদিকে এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে যোগী রাজ্যের পুলিশ। যদিও এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত উত্তর প্রদেশ পুলিশের তরফে কোনও বিবৃতি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খুনের অভিযোগে দুই দুষ্কৃতীকে আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে।২০০৫-এ উত্তর প্রদেশে খুন হন বহুজন সমাজ পার্টি বা বিএসপি বিধায়ক রাজু পাল। সেই হত্যাকাণ্ডে নাম জড়ায় আতিকের। ঘটনার পর গা ঢাকা দিয়েছিল সে। গত ২৪ ফেব্রুয়ারি প্রয়াগরাজেই রাজু পাল হত্যাকাণ্ডের অন্যতম সাক্ষী উমেশ পালকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। তাদের ছোড়া গুলিতে প্রাণ যায় উমেশের দেহরক্ষীর ডিউটিতে থাকা দুই পুলিশ কর্মীর।যোগী রাজ্যের পুলিশের দাবি, উমেশ হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল আতিক পুত্র আসাদের হাত। গত বৃহস্পতিবার ঝাঁসিতে উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা STF-র সঙ্গে গুলির লড়াইতে মৃত্যু হয় গ্যাংস্টার পুত্রের। এছাড়া ওই এনকাউন্টারে গোলাম নামে এক শ্যুটারেরও মৃত্যু হয়।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/OcQxIG5

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads