যুব তৃণমূলের কমিটিতে সিভিক ভলান্টিয়ারের নাম, বিতর্ক https://ift.tt/8gpC2nv - MAS News bengali

যুব তৃণমূলের কমিটিতে সিভিক ভলান্টিয়ারের নাম, বিতর্ক https://ift.tt/8gpC2nv

এই সময়, এগরা: ব্লক কমিটির পর এ বার এগরা শহর যুব তৃণমূলের কমিটিতেও এক সিভিক ভলান্টিয়ারের নাম থাকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কী করে সিভিক ভলান্টিয়ারের নাম কমিটিতে এল, খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। ফের এই ঘটনা প্রকাশ্যে আসায় অস্বস্তি বেড়েছে দলের অন্দরে। গত ১৭ এপ্রিল এগরা ২ ব্লক যুব তৃণমূলের ১৭ জনের নতুন ব্লক কমিটির নাম ঘোষণা করা হয়। সেখানে এগরা থানার সনাতন গিরির নাম থাকায় শুরু হয় বিতর্ক। ফের এগরা শহর যুব তৃণমূলের ১৪ জনের কমিটিতেও এগরা থানার সিভিক ভলান্টিয়ার প্রদীপ বারিকের নাম থাকায় অস্বস্তিতে শাসকদল। প্রদীপ বারিককে ফোন করা হলে তিনি ফোন না ধরায় তাঁর বক্তব্য জানা যায়নি। কোনও মন্তব্য করতে চাননি শহর যুব তৃণমূল সভাপতি কৌস্তূভ দাস। তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তরুণ মাইতি বলেন, 'সিভিক ভলান্টিয়ারের নাম কী করে তালিকায় এল তা যুব তৃণমূল নেতৃত্বই বলতে পারবেন। আমরা কমিটি গঠনের বিষয়ে কিছু জানি না। কমিটিতে সিভিক ভলান্টিয়ারের নাম থাকা অনুচিত।' তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, 'যে তালিকার কথা বলা হচ্ছে তা চূড়ান্ত তালিকা নয়। কেমন করে সিভিক ভলান্টিয়ারের নাম নতুন কমিটিতে রাখা হলো তা খতিয়ে দেখা হবে। ওই নাম বাদ দেওয়ার জন্য বলা হয়েছে।'


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/dPCEGFh
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads