Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/7MDmANh
খড়দায় দুর্ঘটনার কবলে হাজারদুয়ারি এক্সপ্রেস, আতঙ্কে যাত্রীরা https://ift.tt/8V3qTub

রেল স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা। ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের সঙ্গে এদিন সংঘর্ষ হয় দুটি গাড়ির। সামান্যের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পান দুই গাড়ির চালক। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে সাময়িক যানজট তৈরি হয়। রবিবার রাত সাড়ে আটটা নাগাদ ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস খড়দা স্টেশনের ৪ নম্বর লাইন দিয়ে যাচ্ছিল। সেই সময় সিগন্যাল না মেনেই দুটি গাড়ি ভেতরে ঢুকে যায়। কিন্তু, গেট বন্ধ হয়ে যাওয়ার ফলে ভেতরেই আটকে যায় দুটি গাড়ি। এদিকে দ্রুত গতিতে আসা ধাক্কা দেয় দুটি গাড়িকে। মুহূর্তেই বিকট শব্দে দাঁড়িয়ে যায় ট্রেনটি। যাত্রীদের মধ্যে তৈরি হয় আতঙ্ক। স্থানীয় বাসিন্দারাও রীতিমতো চিৎকার করে ওঠেন এই ঘটনা দেখে।দুর্ঘটনায় রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িদুটি। স্থানীয়দের দাবি, এই ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি। তবে কয়েকজন আহত হয়েছেন। তাঁদের বলরাম সেবা সদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় আধ ঘণ্টার বেশি সময় ট্রেনটি দাঁড়িয়েছিল। কিছুক্ষণ আগেই ট্রেনটি যাত্রী সমেত গন্তব্য়ের উদ্দেশে রওনা দিয়েছে। এদিকে দীর্ঘক্ষণ ট্রেনটি আটকে থাকায় ভোগান্তিতে পড়তে হয় বহু যাত্রীকে। এই ঘটনায় গেটম্যানের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। তাঁর কোনও গাফিলতি এই গোটা ঘটনায় ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে রেল সূত্রে খবর। পাশাপাশি সিগন্য়াল না মেনেই গাড়ি দুটি রেল লাইনে উঠে পড়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদি ওই দুটি গাড়ি সিগন্যাল ভঙ্গ করে থাকে সেক্ষেত্রে গাড়ির মালিকদের বিরুদ্ধে কি কোনও পদক্ষেপ করা হবে? উঠছে প্রশ্ন। পূর্ব রেল সূত্রে খবর, এই গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, খড়দা স্টেশন সংলগ্ন রেলগেটে হামেশাই সিগন্যান না মানার ঘটনা ঘটছে। ছোট বড় দুর্ঘটনাও ঘটে অনেক সময়। তবে এদিন বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত বলেই আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। জানা গিয়েছে, দুটি গাড়ির মধ্যে একটির খুব একটা বেশি ক্ষতি না হলেও অপর গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে।এই ঘটনার জেরে হাজারদুয়ারি এক্সপ্রেস বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। হয়রানি হন যাত্রীরা। যদিও কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি যাত্রী সমেত গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। গোটা ঘটনায় আতঙ্কিত যাত্রীরা।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/7MDmANh
Leave Comments
Post a Comment