Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/1a2p9il
স্প্যানিশ আর্মাডায় ছিন্নভিন্ন ব্রিটিশ ফুটবল, ইউরোপ সেরা স্পেন https://ift.tt/oH1VqUi

২০২৪ ইউরো কাপের খেতাব জয় করল স্পেন। ফাইনালে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে স্প্যানিশ আর্মাডা ২-১ গোলে জয়লাভ করে। এই ম্যাচে একটি করে গোল করলেন নিকো উইলিয়ামস এবং পরিবর্ত ফুটবলার ওয়ারজাবাল। স্পেন এই নিয়ে মোট চারবার ইউরো কাপের খেতাব জয় করল। ইতিপূর্বে তারা ১৯৬৪, ২০০৮ এবং ২০১৪ সালে ইউরো কাপের খেতাব জয় করেছে।ম্যাচের প্রথমার্ধের দুটো দলকেই যথেষ্ট সাবধানী ফুটবল খেলতে দেখা গেল। সেকারণে কোনও দলই গোলের দরজা খুলতে পারেনি। যদিও প্রথম ৪৫ মিনিটে স্পেনের দাপট তুলনামূলক কিছুটা হলেও বেশি দেখতে পাওয়া গিয়েছে। ১২ মিনিটে সুযোগ তৈরি করেছিলেন স্প্যানিশ উইঙ্গার নিকো। কিন্তু, তিনি ফিনিশ করতে পারেননি। ১৮ মিনিটে স্পেন ফের আক্রমণ শানায়। এবার ইয়ামলের পা থেকে বল গিয়েছিল মোরাতার কাছে। তবে লাভের লাভ কিছু হয়নি। ইংরেজ ডিফেন্ডারদের সামনে তাঁর আক্রমণের ঝাঁঝ ফুরিয়ে যায়। ২৫ মিনিটে হলুদ কার্ড দেখলেন হ্যারি কেন এবং ৩১ মিনিটে স্পেনের দানি অলমো। প্রথমার্ধের একেবারে শেষ দিকে গোল করার একটা দারুণ সুযোগ তৈরি করেছিলেন মোরাতা। নিখুঁত একটা থ্রু বল তাঁর পায়ে এসেছিল। কিন্তু, সেই সুযোগ তিনি কাজে লাগাতে পারলেন না। এই পরিস্থিতিতে শুরু হয় ইউরো কাপ ফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় স্পেন। ম্য়াচের ৪৭ মিনিটে দলকে ঠাণ্ডা মাথায় এগিয়ে দিলেন নিকো উইলিয়ামস। ইংল্যান্ড বক্সের ডান দিক থেকে লামিনে ইয়ামাল তাঁর দিকে বলটা বাড়িয়েছিলেন। তিনি সহজেই বিপক্ষের জালে বলটা জড়িয়ে দিলেন। এরপর স্পেনের আক্রমণের ঝাঁঝ যেন দ্বিগুণ হয়ে যায়। ফের আক্রমণের পথে তারা এগোতে শুরু করে। ৪৯ মিনিটে উইলিয়ামসের পা থেকে বল চলে যায় অলমোর কাছে। তিনি ছোট একটা টার্ন নিয়ে গোলমুখী শট করেছিলেন। কিন্তু, গোল পোস্টের ডান প্রান্তের সামান্য দুর থেকে বলটা বেরিয়ে যায়। এরপর ৫৫ মিনিটে মোরাতার কাছে স্পেনের ব্যবধান ২-০ করার সুযোগ এসেছিল। কিন্তু, এটাও তিনি হাতছাড়া করলেন।ম্য়াচের ৬০ মিনিটে তুলে নেওয়া হল ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকে। এই ম্যাচে তিনি একেবারেই নজর কাড়তে পারলেন না। তাঁর পরিবর্তে মাঠে নামলেন সেমি ফাইনাল ম্য়াচের পরিবর্ত ফুটবলার ওলি ওয়াটকিন্স। সেমি ফাইনাল ম্য়াচে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও তিনি পরিবর্ত ফুটবলার হিসেবে নেমেছিলেন। এরপর ম্যাচের ৯০+১ মিনিটে গোল করে দলের হয়ে সমতা ফেরান। অবশেষে পেনাল্টি শ্যুট আউটে জয়লাভ করে ইংল্যান্ড। এই ম্য়াচেও তেমনই কোনও ম্যাজিকের প্রত্যাশা করা হয়েছিল। পাশাপাশি ক্যাপ্টেনস আর্ম ব্যান্ড তুলে দেওয়া হল কাইল ওয়াকারের হাতে। ৬৭ মিনিটে মাঠ ছাড়লেন মোরাতাও। তাঁর পরিবর্তে মাঠে নামলেন মিকেল ওয়ারজাবাল। আর ক্যাপ্টেনস আর্ম ব্যান্ড তুলে দেওয়া হল দানি কারভাজালের হাতে।তবে নাটক আরও বাকি ছিল। ৭৩ মিনিটে ইংল্যান্ডের হয়ে সমতা ফেরালেন পালমার। উইং থেকে বুকায়ো সাকা বক্সের মধ্যে বেলিংহামকে লক্ষ্য করে বলটা বাড়িয়েছিলেন। এরপর বেলিংহ্যাম হালকা টাচে বলটা পালমারের দিকে এগিয়ে দেন। অবশেষে গোল পোস্টের বটম লেফট কর্নার দিয়ে বলটা নিখুঁতভাবে স্পেনের জালে জড়িয়ে দিলেন। এই পরিস্থিতিতে সকলেই ভাবছিলেন যে ম্যাচটা বোধহয় অতিরিক্ত সময়ে গড়াবে। কিন্তু, ৮৬ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসেবে খেলতে নামা মিকেল ওয়ারজাবাল ম্যাচের রং একেবারে বদলে দিলেন। কুকুরেয়ার অসাধারণ একটি পাস থেকে গোল করলেন তিনি। আর সেইসঙ্গে স্পেনের স্কোর ২-১ হয়ে যায়। তারপর আর খেলা শেষ হতে চার মিনিট বাকি ছিল। ৯০ মিনিটের পর আরও অতিরিক্ত ৪ মিনিট সময় দেওয়া হয়। কিন্তু, তাতেও ইংল্যান্ড আর গোল শোধ করতে পারেনি।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/1a2p9il
Previous article
Next article
Leave Comments
Post a Comment