Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/4RZFYcV
সল্টলেক বৈশাখীতে CPIM-এর পথসভায় উত্তেজনা https://ift.tt/fut73mA

এর পথসভাকে ঘিরে উত্তেজনা () () এলাকায়। CPIM এর এই কর্মসূচি চলাকালীন (Bidhannagar Police) এসে পথসভার অনুমতিপত্র দেখতে চায়৷ যদিও CPIM নেতারা সেই সভার অনুমতিপত্র দেখাতে পারেননি। ছোট পথসভা বলে অনুমতি নেওয়া হয়নি বলে দাবি CPIM এর৷ সেই সময় তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তৃণমূলের কর্মী সমর্থকদের দাবি, স্থানীয় কাউন্সিলর এবং কর্মীদেরকে এই সভা থেকে কটূক্তি করা হয় এবং তাঁদেরকে চোর বলা হয়৷ তারই প্রতিবাদ তাঁরা করেছেন বলে দাবি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়৷ বিধাননগর পূর্ব থানার পুলিশ () এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। CPIM নেতা দেবাশিস সিনহার দাবি, ‘‘বিধাননগর দু’ নম্বর এরিয়া কমিটির অন্তর্গত AFAG শাখার পক্ষ থেকে নিউটাউনে (Newtown) যে সেন্টার ফর জ্যোতি বসু সোশ্যাল রিসার্চ অ্যান্ড স্টাডিসের জন্য অর্থ সংগ্রহ করছিলাম৷ সেই জন্য আমরা একটা পথসভা করছিলাম৷ পথসভায় আমাদের নেতৃত্ব বক্তব্য রাখছিল৷ কিছুক্ষণ বাদে একটি পুলিশের গাড়ি টহল দিলেও কিছু বলেনি৷ ফলে পথসভা চলছিল৷ পৌনে দশটায় সভা শুরু হয়৷ ১১.৪০ নাগাদ পথসভা যখন শেষের মুখে, তখন পুলিশের দু’টি ভ্যান এসে অনুমতিপত্র আছে কিনা জানতে চায়৷ সেসময় স্থানীয় দোকানদার এবং তৃণমূল কর্মীরা জড়ো হয়ে গালিগালাজ, চিৎকার চেঁচামেচি করতে থাকে৷ বন্ধ করে দেব, ভেঙে দেব এসব কথাও বলে৷ আমরা পুলিশকে বলি, ছোট পথসভা হওয়ায় আমরা অনুমতি নিইনি৷ আমরা সেখান থেকে চলে এলেও, ওরা বলতে থাকে ভবিষ্যতে CPIM এখানে সভা করলে আগে ভেঙে দিবি, তারপর কথা৷ এরা প্রত্যেকে একশো শতাংশ তৃণমূল দলের।’’ তৃণমূল কর্মী বাপি ঘোষের দাবি, ‘‘এরা প্রত্যেক রবিবার বিনা অনুমতিতে মাইক বাজিয়ে সকাল বেলায় সভা করে। ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না, অসুস্থ মানুষ রয়েছে অনেকের বাড়িতে। আমরা তৃণমূল দল করি৷ আমরা তৃণমূল কর্মী৷ আমরা কোনও অপরাধ করিনি৷ যে অপরাধ করেছে তার নামে বলুক। আজকে বলা হচ্ছে তৃণমূলের সবাই চোর, কাউন্সিলর চোর। তখন আমাদের গায়ে লাগে কথাটা৷ কারা বলছে কথাগুলো৷ আমরা বা কাউন্সিলরকে কী চুরি করতে দেখেছে। আমাদের ছেলেরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওরা বলছে চোরেরা যাচ্ছে৷ ওরা পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে৷’’
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/4RZFYcV
Leave Comments
Post a Comment