তৃণমূল বিধায়ককে​​ 'বাহুবলী' বলে কটাক্ষ দিলীপের, পালটা চ্যালেঞ্জ https://ift.tt/HZYtO17 - MAS News bengali

তৃণমূল বিধায়ককে​​ 'বাহুবলী' বলে কটাক্ষ দিলীপের, পালটা চ্যালেঞ্জ https://ift.tt/HZYtO17

চুঁচুড়ার তৃণমূল বিধায়ক ও BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের তোপ ও পালটা বাক্যবাণে সরগরম হয়ে উঠেছে হুগলির রাজনীতি। এবার চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে 'বাহুবলী' বলে কটাক্ষ করলেন BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল বিধায়ক বিজেপির মিছিলে হামলার প্রতিবাদে রবিবার চুঁচুড়া ঘড়ির মোড়ে বিক্ষোভ সভা করে BJP। সেই সভা থেকে চুঁচুড়া তৃণমূল বিধায়ককে বাহুবলী বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "চোর-চোট্টা, পকেটমার- এটা নিয়েই তৃণমূল। সত্য কথা বলতে গেলে অসিতবাবুর খুব রাগ। আপনিও সেই লাইনে আছেন। আমি বলিনি আপনার দিদি বলেছে। একা খাচ্ছো। স্টেডিয়ামের টাকা পুরো হজম করে দিয়েছে। আমি বললে দোষ, আমার কর্মীরা বলে দোষ। তাদের মারতে আসবে, বাহুবলী হচ্ছ নাকি?" চুঁচুড়ার বিধায়ককে 'বাহুবলী' কটাক্ষ করার পাশাপাশি হুঁশিয়ারিও দেন BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি। তিনি বলেন, "বয়স হয়েছে হাঁটতে চলতে পারো না, ঠেলে দিলে পড়ে যাবে উঠতে পারবে না। তুমি আমার ছেলেদের মারছ। শুধুমাত্র বিধায়ক বলে কিছু করেনি। দু-চারটে চ্যাংড়া ছেলে যদি কাছাটা খুলে দিত তাহলে কি হতো? আমি বলে যাচ্ছি, দ্বিতীয়বার যদি গাড়ি থেকে নেমেছে তাহলে কাঁছা খুলে দেবে।" নাম না করে আরও বলেন, "একজন বড় নেতা আছে সে বলছে ছাল ছাড়িয়ে নেবে একজন এমপি বলছে বদলা নেব। তোমাদের সব নেওয়া দেওয়ার দিন শেষ হয়ে গেছে । এবার পাবলিক সব হিসাব বুঝিয়ে দেবে। কার পিঠে জুতোর ছাপ, কার মাথায় ডাণ্ডা, কার জামা-কাপড় খোলা হবে, কাকে ভুবনেশ্বর পাঠানো হবে- সেটা পাবলিক বোঝাবে।" যদিও দিলীপ ঘোষের হুঁশিয়ারিতে ভয় পাননি তৃণমূল বিধায়ক। পালটা তিনি বলেন, "অন্যের কাঁছা খুলতে গেলে নিজের কাঁছাটা ঠিক আছে কিনা দেখতে হয়। একইসঙ্গে কটাক্ষের সুরে অসিত মজুমদার বলেন, "আপনার ঔদ্ধত্য ও জোকারি কথাবার্তা শুনে পশ্চিমবাংলার মানুষের কান পচে গিয়েছে। বিজেপিতেই আপনাকে এখন আর কেউ পাত্তা দেয় না।" ED, CBI প্রসঙ্গে তৃণমূল বিধায়ক আরও বলেন, "BJP-র বিরুদ্ধে কথা বললে ED, CBI লাগবে পেছনে, এটা আবার নতুন কি কথা! ED, CBI ভারতীয় জনতা পার্টির থায় চলছে। আপনি আজ নিজেই প্রমাণ করে দিলেন। আপনাকে সরিয়ে যিনি রাজ্য সভাপতি হয়েছেন সুকান্ত মজুমদার, তিনিও এর আগে বলে গেছেন ED, CBI বাড়িতে ঢুকিয়ে দেওয়া হবে।"


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/fiNDhET

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads