মুম্বই সুনামিতে ডুবল নৌকো, লজ্জার হারে 'অজুহাত' হাবাসের? https://ift.tt/Utn2qOD - MAS News bengali

মুম্বই সুনামিতে ডুবল নৌকো, লজ্জার হারে 'অজুহাত' হাবাসের? https://ift.tt/Utn2qOD

২০২৩-২৪ ইন্ডিয়ান সুপার লিগ ফাইনালে 'র বিরুদ্ধে ৩-১ গোলে হেরে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। এই ম্যাচটি শনিবার (৪ মে) কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। ম্য়াচের প্রথমার্ধে জেসন কামিন্সের গোলে মোহনবাগান লিড নিলেও, দ্বিতীয়ার্ধে সেটা আর ধরে রাখতে পারেনি। জর্জ পেরেইরা দিয়াজ, বিপিন সিং এবং জ্যাকুব ভোজতাসের গোলে ঘরের মাঠে মেরিনার্সদের যাবতীয় স্বপ্ন চুরমার হয়ে যায়। মোহনবাগানের এই হারের পর রীতিমতো হতাশ হয়ে পড়েছেন। তিনি এই জয়ের পূর্ণ কৃতিত্ব মুম্বইকে দিলেন। যেভাবে শুরু থেকে মুম্বই এই ম্যাচে বাগানের উপর চাপ তৈরি করে রেখেছিল, তা সত্যিই প্রশংসনীয়। হাবাস বললেন, 'আমরা এই ম্যাচটা জিতছিলাম। কিন্তু, আমরা কখনই মুম্বইয়ের থেকে ভালো পারফরম্যান্স করতে পারিনি। আমি মনে করি, এই ম্যাচে দ্বিতীয়ার্ধের তুলনায় প্রথমার্ধে মুম্বই অনেক ভালো ফুটবল উপহার দিয়েছে। মুম্বইকে শুভেচ্ছা। আমরা পরিকল্পনা অনুসারে খেলেছি। তবে ওদের চাপের মুখে পড়ে আমরা কার্যত দিশেহারা হয়ে যাই।' সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'ওরা খুব সহজ এবং সরল ফুটবল খেলেছে। শুরু থেকেই ওদের উপর চাপ তৈরি করার সেভাবে সুযোগ পাইনি। এটাই এই ম্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। আমাদের ডিফেন্ডাররা বক্সের মধ্যে ওদের যথেষ্ট সুযোগ দিয়েছে। সেকারণে ওরা যথেষ্ট ভালো মুভমেন্ট করেছে। সেই অর্থে আমরা রক্ষণ করতেই পারিনি। কিন্তু, প্রতিপক্ষ দল ভালো খেলেছে বলেই আজ এই ফলাফল হয়েছে।'সেইসঙ্গে দলের কোচ এই ইঙ্গিতও দিয়ে গেলেন যে চলতি ISL মরশুমে রুদ্ধশ্বাস সূচি এই পরাজয়ের অন্যতম কারণ হতে পারে। খানিক হতাশার সুরেই তিনি বলেন, 'আপনাদের এটা বুঝতে হবে যে আমরা টানা পাঁচটা ফাইনাল ম্যাচ খেললাম। পঞ্জাব ম্যাচ থেকে এটা শুরু হয়েছে। এরপর বেঙ্গালুরু। তারপর মুম্বই ম্যাচ (শিল্ডজয়ী ম্যাচ)। এরপর জোড়া সেমিফাইনাল। আর অবশেষে এখন এই ফাইনাল ম্যাচ। আজকের এই ম্যাচটা খেলার জন্য আমাদের অনেকগুলো ফাইনাল ম্যাচ খেলতে হয়েছে। তবে মুম্বইকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। আরও ভালোভাবে সিদ্ধান্ত কীভাবে নেওয়া যায়, সেদিকে আমরা নজর রাখব। আজ আমরা আক্রমণ করলে ডিফেন্সে ব্যর্থ হতাম, আর ডিফেন্স করলে আক্রমণে। এটাই আমার সবথেকে বড় সমস্য।'


from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/THZIw79
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads