মাঝরাতেই শুভেচ্ছা মুম্বইকে, মিষ্টির হাঁড়ি নিয়ে হাজির ইস্টবেঙ্গল https://ift.tt/nIYujVm - MAS News bengali

মাঝরাতেই শুভেচ্ছা মুম্বইকে, মিষ্টির হাঁড়ি নিয়ে হাজির ইস্টবেঙ্গল https://ift.tt/nIYujVm

২০২৩-২৪ ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই সিটি এফসি। এই ম্যাচে মুম্বই ৩-১ গোলে মোহনবাগানের বিরুদ্ধে জয়লাভ করেছে। গোটা টুর্নামেন্টে মোহনবাগান ভালো পারফরম্যান্স করলেও, ফাইনাল ম্যাচে তারা একেবারে ভালো খেলতে পারেনি। জঘন্য ডিফেন্সের খেসারতই এই ম্যাচে মোহনবাগানকে দিতে হয়েছে। অন্যদিকে, ২০২০-২১ মরশুমের পর আবারও আইএসএল খেতাব জয় করল মুম্বই। গোটা দেশের ফুটবল সমর্থকরা তাদের প্রশংসায় ভরিয়ে দিচ্ছে। সেই তালিকায় নাম লিখিয়েছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবও।ম্যাচ শেষ হতে না হতেই ইস্টবেঙ্গল ক্লাবের কয়েকজন কর্তা 'র কর্তাদের সঙ্গে দেখা করেন। রে স্পোর্টসের ফেসবুক পেজে সেই ছবি শেয়ারও করা হয়েছে। লাল-হলুদ কর্তাদের গলায় উত্তরীয় এবং হাতে মিষ্টির হাঁড়ি দেখতে পাওয়া যায়। তাঁরা মুম্বই কর্তাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন এবং মিষ্টির হাঁড়ি তুলে দেন। অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাবের ফেসবুক পেজেও মুম্বই সিটি এফসি'কে এই জয়ের পর শুভেচ্ছা জানানো হয়েছিল। ক্লাব প্রেসিডেন্ট প্রণব দাসগুপ্ত'র একটি ছবি দিয়ে এই পোস্টটা করা হয়েছে। ছবির উপরেই লিখে দেওয়া হয়েছে, মুম্বই সিটি এফসি'কে শুভেচ্ছা। এই পোস্টটাও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।এই প্রসঙ্গে জানিয়ে রাখি, শনিবার আয়োজিত এই ফাইনাল ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টই প্রথম গোলটা করেছিল। ম্যাচের ৪৪ মিনিটে বাগানের হয়ে একমাত্র গোলটি করেন জেসন কামিন্স। অনেকেই ভেবেছিলেন, প্রথমার্ধের এই গোল মোহনবাগানকে কিছুটা হলেও স্বস্তি দেবে। কিন্তু, দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই মুম্বই সিটি এফসি'র একেবারে আলাদা একটি রূপ দেখতে পাওয়া যায়। ম্যাচের ৫৩ মিনিটে মুম্বইয়ের হয়ে সমতা ফেরান দিয়াজ পেরেইরা। এরপর ৮১ মিনিটে ব্যবধান বাড়ালেন বিপিন সিং। অবশেষে ম্যাচে অতিরিক্ত সময়ে বাগানের কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন জ্যাকুব। শনিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ৬১ হাজারের বেশি দর্শক হাজির হয়েছিলেন। কিন্তু, এমন ফলাফল দেখার পর তাঁরা রীতিমতো হতাশ হয়ে পড়েন। শেষ বাঁশি বাজার আগেই গ্যালারি খালি হতে শুরু করে। এবারের আইএসএল মরশুমে মোহনবাগান যেভাবে পারফরম্যান্স করছিল, সেই জায়গায় ফাইনাল ম্যাচে ঘরের মাঠে তারা যে এভাবে মুখ থুবড়ে পড়বে, সেটা কেউ দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি।


from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/NtBcJ1p
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads