বাগানের জঘন্য খেলায় হতাশ, ফাইনাল দেখে কী বললেন সৃঞ্জয়? https://ift.tt/cVrMGLU - MAS News bengali

বাগানের জঘন্য খেলায় হতাশ, ফাইনাল দেখে কী বললেন সৃঞ্জয়? https://ift.tt/cVrMGLU

শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ২০২৩-২৪ আইএসএল ফাইনাল খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। আগেই মুম্বই হুংকার দিয়ে রেখেছিল যে ফাইনাল ম্যাচে তাদের একেবারে অন্য রূপ দেখতে পাওয়া যাবে। আর দেখা গেলও তাই। টুর্নামেন্টের অন্তিম লড়াইয়ে তারা মোহনবাগানকে ৩-১ গোলে পরাস্ত করেছে। আর এই হারের পরই বাগান সমর্থকদের একাংশ দাবি করতে শুরু করেছেন যে বাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাসের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই এই ম্যাচটা সবুজ-মেরুন ব্রিগেডকে হারতে হয়েছে।ম্যাচের শেষে চূড়ান্ত হতাশ হয়েই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে এলেন দলের অন্যতম কর্মকর্তা সৃঞ্জয় বসু। সঙ্গে সঙ্গে সাংবাদিকরা তাঁর কাছে মেরিনার্সদের এই পরাজয়ের কারণ জানতে চান। প্রশ্নের জবাবে বললেন, 'দুর্ভাগ্যজনক। আর কিছুই বলার নেই। সত্যিই খুব দুর্ভাগ্যজনক। হয়ত দল অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগতে শুরু করেছিল। কাউকোকে বসাতেই পারত।'যদিও এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে হারের পর আন্তোনিও লোপেজ হাবাস কিন্তু কোনও একজনের পারফরম্যান্সের উপরে আঙুল তুলতে নারাজ। বিশেষ করে জনি কাউকোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতেই হাবাস নিজের অবস্থান স্পষ্ট করে দেন। তিনি বলেন, 'কোনও একজনের পারফরম্যান্সকে আমি কাঠগড়ায় তুলতে পারব না। অন্যদের তুলনায় জনি কম দৌড়েছে কি না, সেটা আমার পক্ষে বিচার করা সম্ভব নয়। আমরা অন্য় ম্যাচের তুলনায় ফাইনালে অনেকটাই বেশি পরিশ্রম করেছি। আমাদের আরও ঐক্যবদ্ধ হয়ে ম্যাচ খেলতে হবে।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মোহনবাগানের হয়ে একমাত্র গোলটা করেন জেসন কামিন্স। অন্যদিকে মুম্বইয়ের হয়ে একটি করে গোল করেন জর্জ পেরেইরা দিয়াজ, বিপিন সিং এবং জ্যাকুব ভোজতাস। আর সেইসঙ্গে আইল্যান্ডার্সরা আইএসএল খেতাব নিজেদের পকেটে পুরে নেয়। যে স্টেডিয়ামে ৬২,০০০ দর্শক খেলা দেখতে এসেছিলেন, সেখানে কার্যত শ্মশানের নিস্তব্ধতা নেমে আসে। তবে মোহনবাগান এই ম্যাচে হেরে গেলেও, সবুজ-মেরুন ব্রিগেডের প্রশংসাই করে গেলেন সৃঞ্জয় বসু। তিনি বললেন, 'যাইহোক, গোটা মরশুমটা আমরা ভালো খেলেছি। একটা ম্যাচ খারাপ হতেই পারে।' অন্যদিকে এই ম্যাচে বাগান সচিব দেবাশিস দত্তর অনুপস্থিতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। জানা গিয়েছে, ব্যক্তিগত কাজে বাগান সচিব আমেরিকায় গিয়েছেন। এই প্রসঙ্গে সৃঞ্জয় বসুকে প্রশ্ন করা হলে তিনি বললেন, 'সচিব ব্যক্তিগত কাজে বাইরে থাকতেই পারেন। তিনি তো আর মাঠে নেমে ফুটবল খেলবেন না। এইসব নিয়ে ফালতু বিতর্ক তৈরি করার চেষ্টা চলছে।'


from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/P4FoYyC
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads