এলন মাস্কের টেসলা বিয়ার এখন ভারতেও, কত দামে পাবেন? জেনে নিন https://ift.tt/bXDnyIw - MAS News bengali

এলন মাস্কের টেসলা বিয়ার এখন ভারতেও, কত দামে পাবেন? জেনে নিন https://ift.tt/bXDnyIw

বিলিয়নার এলন মাস্ক-কে চেনেন না, এমন মানুষ কমই আছেন। তিনি সব সময়ই মিডিয়ার স্পটলাইটে থাকেন। এবার দারুণ একটি বিয়ার ব্যবসার জন্য তার নাম আবার সামনে উঠে এসেছে। বস্তুত তার গাড়ি নির্মান সংস্থা বাজারে একটি লঞ্চ করেছে বলে জানা গিয়েছে। তবে এটি সীমিত সময়র জন্যই পাওয়া যাবে। এই বিয়ারের নাম দেওয়া হয়েছে গিগাবিয়ার।এলন মাস্কের গাড়ি সংস্থা বিশ্বের অন্যতম লাভজনক কোম্পানিগুলির মধ্যে একটি। তবে এটি বিভিন্ন সময় নিজের ব্যবসার সঙ্গে সম্পর্ক নেই এমন জিনিসের উৎপাদন ও বিক্রি করে থাকে। সাম্প্রতিক সময় টেসলা পারফিউম ও শর্টস-এর উৎপাদন ও বিক্রি করেছে। এই অল্প সময়র অফারগুলি সংস্থার গ্রাহক ও অন্যদের বিশেষ ভাবে আকৃষ্ট করে থাকে।এই বিয়ারে বোতলটি সাইবার ট্রাকের আকারের ডিজাইনে তৈরি করা হয়েছে। এটি জার্মান তৈরির 500 বছরের ঐতিহ্যকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই পিলসনার-স্টাইলের বিয়ারটি জার্মানির রাজধানী বার্লিনে তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে গিগাবাইরের প্রধান উপাদান হল জল, মল্টেড বার্লি, সাইবারহপস এবং ইস্ট।এলন মাস্কের গিগাবিয়ারের প্রতিটি প্যাকেটে 3টি বিয়ারের বোতল দেওয়া হচ্ছে। প্রতি বোতলে 330 মিলিলিটার বিয়ার থাকছে। এরকম এক বাক্স গিগাবিয়ারের দাম ভারতীয় মূল্যে 8000 টাকা। টুইটারে গিগাবিয়ার লঞ্চ করার সময় কোম্পানি লিখেছে যে "সাইবর্গের জন্য, মানুষের মাধ্যমে তৈরি বিয়ার।"তবে এটি মদের বাজারে এলন মাস্কের প্রথম বিনিয়োগ নয়। এর আগেও টেসলা ও টুইটার বস এলন মাস্ক করেছেন। 2020 সালে টেসলা একটি বিশেষ ধরণের টাকিলা বিক্রি করেছিল। বাজ বোল্ট আকৃতির বোতলে এটি বিক্রি করা হয়েছিল। এই টাকিলার দাম ছিল 34,000 টাকা। সেই সময় এই টাকিলার বোতলগুলি খুব দ্রুত বিক্রি হয়ে গিয়েছিল।এলন রিভ মাস্ক একজন দক্ষিণ আফ্রিকান ইঞ্জিনিয়ার ও প্রযুক্তি খাতের উদ্যোক্তা। তিনি মহাকাশ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। বৈদ্যুতিক গাড়ির প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এছাড়া তিনি সোলারসিটির চেয়ারম্যান, দি বোরিং কোম্পানির প্রতিষ্ঠাতা, নিউরালিংকের সহ-প্রতিষ্ঠাতা, ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং পেপ্যালের একজন সহ-প্রতিষ্ঠাতা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/IFbWrEw

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads