Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/Is6gj7P
প্রতারকের টাকায় বাংলো সাজান কেজরিওয়াল? চিঠিতে রহস্য ফাঁস https://ift.tt/cgQxWa9

প্রতারণা মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের টাকাতেই বিলাশবহুল বাংলো সাজিয়েছেন ? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওঠা বিস্ফোরক অভিযোগ ঘিরে সরগরম দিল্লি। পাশাপাশি এই ইস্যুতে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সম্প্রতি, দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনাকে ফের চিঠি পাঠান জেলবন্দি সুকেশ। সূত্রের খবর, সেই চিঠিতে সুকেশ দাবি করেছেন, কোথায়, কখন ও কাকে সেই টাকা দেওয়া হয়েছিল? চিঠিতে গোটা বিষয়টি স্পষ্ট করেছেন সুকেশ। ব্যক্তিগতভাবে ওই টাকা তিনি আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের হাতে তুলে দেন। টাকা হাতে পাওয়ার পরই বাংলোর গৃহসজ্জায় কী কী রাখা হবে, তা নিজে পছন্দ করেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন AAP নেতা সত্যেন্দ্র জৈনও।সূত্রের খবর, সুকেশ চিঠিতে আরও লিখেছেন,এই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন জেলবন্দি সুকেশ।“সরকারি বাংলো সংস্কারের নামে জনগণের টাকায় দিল্লির মুখ্যমন্ত্রী বিলাশবহুল বাড়ি তৈরি করায় তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক প্রকাশ্যে আনতে চাই। ওই বাংলোর অন্দরসজ্জার বহু আসবাবই আমার টাকায় কেনা। যেগুলি নিয়ে বর্তমানে তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা।” উপরাজ্যপালকে পাঠানো চিঠিতে লিখেছেন সুকেশ। শুধু তাই নয়, কী ভাবে নিজে পছন্দ করে বিদেশ থেকে কেজরিওয়াল আসবাব কিনেছিলেন, তাও ওই চিঠিতে উল্লেখ করেন সুকেশ। তাঁর দাবি, “কেজরিওয়াল ও সত্যেন্দ্র জৈন যে আসবাবগুলি পছন্দ করেছিলেন, সেগুলির ছবি আমাকে পাঠানো হয়। এগুলি কিনতে আমার কাছে টাকা চাওয়া হয়েছিল।” AAP সুপ্রিমো ও সত্যেন্দ্র জৈনের মোবাইল ফোনের চ্যাট পরীক্ষা করলেই গোটা বিষয়টি স্পষ্ট হবে বলে দাবি করেছেন সুকেশ।সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারি বাংলো সংস্কারের খরচ সংক্রান্ত রিপোর্ট মুখ্যসচিব নরেশ কুমারের কাছে চেয়ে পাঠান উপরাজ্যপাল ভিকে সাক্সেসা। তাঁর এই পদক্ষেপের পরই উপরাজ্যপালকে বিস্ফোরক চিঠি পাঠালেন সুকেশ। বর্তমানে দিল্লির মানডোলি জেলে বিচারাধীন বন্দি হিসেবে রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, টাকা পাচার, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/Is6gj7P
Leave Comments
Post a Comment