মালদায় চলন্ত ট্রেনের চাকায় আগুন! আটকে পড়ল বন্দে ভারত এক্সপ্রেসও https://ift.tt/3IRMHJp - MAS News bengali

মালদায় চলন্ত ট্রেনের চাকায় আগুন! আটকে পড়ল বন্দে ভারত এক্সপ্রেসও https://ift.tt/3IRMHJp

আচমকা চলন্ত ট্রেনে ছড়িয়ে পড়ল ধোঁয়া। সঙ্গে সঙ্গে আগুন আতঙ্ক ছড়াল ট্রেন জুড়ে। ট্রেনের চাকায় দেখা গেল আগুনের ঝলকানি। এমনই কাণ্ড ঘটেছে মালদায়। শুক্রবার আগুন আতঙ্ক ছড়ায় কাটিহার-মালদহ প্যাসেঞ্জার ট্রেনে৷ এর জেরে আটকে পড়ে ট্রেনটি। এই প্যাসেঞ্জার ট্রেনের কারণে আটকে যায় বন্দে ভারত এক্সপ্রেসও।জানা গিয়েছে, সিগন্যাল না পাওয়ায় ৪০ মিনিট আটকে থাকল হাওড়াগামী ডাউন বন্দে ভারত এক্সপ্রেসও। মালদহের ভালুকা রোড স্টেশনের ঘটনা। কাটিহার ডিভিশন সূত্রে খবর, আপ লাইনে 55702 আপ কাটিহার মালদা প্যাসেঞ্জার ট্রেনের যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। কাটিহার থেকে মালদা ফেরার পথে আচমকা ট্রেনের নীচের অংশ থেকে ধোঁয়া বেরতে দেখতে পান । সাংঘাতিক আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ওই অবস্থা ট্রেনটি মালাহার স্টেশন থেকে সামসি স্টেশনে আসে। ধোঁয়ায় ভরে যায় ট্রেনের কামরা। ইঞ্জিনের ঠিক পিছনের কামরাতেই এই ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় রেল কর্মীরা। জানা গিয়েছে, একটি বগির চাকা জ্যাম হয়ে গিয়েই এই বিপত্তি। তাতেইআগুনের ঝলকানি দেখা যায়। রেল লাইনের কর্মীরা বিষয়টি দেখতে পেয়ে ভালুকা রোড স্টেশন ম্যানেজারকে খবর দেয়। তাই সর্তকামূলক ব্যবস্থা হিসাবে বন্দে ভারত এক্সপ্রেসকে ভালুকা রোড স্টেশনে আটকানো হয়। প্রায় ৪০ মিনিট ভালুকা রোড স্টেশনে আটকে ছিল সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত। আজকের এমন ঘটনা ঘটায় রেল কর্তারা কোন প্রতিক্রিয়া দিতে চায়নি। তবে সুরক্ষিত সব যাত্রী।এর আগের দিনই রেল পরিষেবা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, সরাইঘাট এক্সপ্রেসে সফরের সময় মাঝে মধ্যেই ঝাঁকুনি খেতে হচ্ছে। বেশ ভয় লাগছিল। পরিষেবা প্রশ্ন তোলেন।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/v8rsBm2

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads