হায়দরাবাদকে হারিয়েও ৮-য়ে! কোন অঙ্কে প্লে-অফে যাবে KKR? https://ift.tt/yfkNVIx - MAS News bengali

হায়দরাবাদকে হারিয়েও ৮-য়ে! কোন অঙ্কে প্লে-অফে যাবে KKR? https://ift.tt/yfkNVIx

চলতি আইপিএলে অনেক স্বপ্ন নিয়ে শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এই মুহূর্তে প্লে অফে ওঠাই কঠিন হয়ে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্সের সামনে। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নাইটদের কাছে বলতে গেলে মরণবাঁচন ম্যাচ ছিল। হারলেই প্লে অফের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যেত। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। এরপরেও কি নাইটরা প্লে অফে যেতে পারবে?‌ আসুন দেখে নিন সম্ভাবনা কতটা।ইতিমধ্যেই ১০ ম্যাচ খেলা হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্সের। ১০ ম্যাচে জয় এসেছে ৪টিতে। হেরেছে ৬ ম্যাচে। এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট ৮। লিগ টেবিলে ৮ নম্বরে রয়েছে নাইট রাইডার্স। বলতে গেলে প্লে অফের লড়াই থেকে অনেকটাই দূরে সরে গেছে কলকাতা নাইট রাইডার্স। এখনও ৪টি ম্যাচ বাকি রয়েছে নাইট রাইডার্সের। এই চারটি ম্যাচ হল পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টস।নাইট রাইডার্স যদি এই চারটি ম্যাচ জেতে তাহলে ১৬ পয়েন্টে লিগ শেষ করবে। এই মুহূর্তে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স। লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস দুই দলেরই পয়েন্ট ১১। দুই দলই খেলেছে ১০টি করে ম্যাচ। নেট রান রেটে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে লখনউ ও চেন্নাই। ১০ ম্যাচে ১০ করে পয়েন্ট রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্সের। নেট রান রেটের বিচারে রাজস্থান রয়েছে চতুর্থ স্থানে, বেঙ্গালুরু পঞ্চম স্থানে আর মুম্বই ইন্ডিয়ান্স ষষ্ঠ স্থানে। ১০ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে পঞ্জাব রয়েছে সপ্তম স্থানে। ৯ ম্যাচে ৬ পয়এন্ট করে পেয়ে নবম ও দশম স্থানে হায়দরাবাদ ও দিল্লি।গুজরাট জিতেছে সাতটি ম্যাচ, লখনউ পাঁচটি। চেন্নাই, রাজস্থান, বেঙ্গালুরু ও পঞ্জাব জিতেছে ৫ টি করে ম্যাচ। অন্য দলগুলি যদি সাতটার কম ম্যাচ জেতে, তাহলে প্লে অফে খেলার ছাড়পত্র পাবে। সেক্ষেত্রে নাইটদের বাকি ৪ ম্যাচেই জিততে হবে। পাশাপাশি পঞ্জাব কিংস, চেন্নাই এবং লখনউকে একটা করে ম্যাচ হারতে হবে।এছাড়া সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, এই দুটি দলকেও সাতটার বেশি ম্যাচ জেতা চলবে না। দিল্লির ম্যাচ বাকি রয়েছে চেন্নাই ও পঞ্জাবের সঙ্গে দুটি করে এবং বেঙ্গালুরুর সঙ্গে একটি। অন্যদিকে হায়দরাবাদের ম্যাচ বাকি রয়েছে রাজস্থান , লখনউ, গুজরাট, বেঙ্গালুরু এবং মুম্বইয়ের বিরুদ্ধে। সুতরাং খাতায়কলমে কলকাতা নাইট রাইডার্সের এখনও সম্ভাবনা থাকলেও বাস্তবে কিন্তু কাজটা অনেকটাই কঠিন।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/gPzTDxm

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads