Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/A62eF3M
শনিবারে একাধিক সবজির দাম সস্তা, কম দামে কিনবেন কী কী? https://ift.tt/jQKvfiL

বর্তমানে বাজারদর রয়েছে চড়া। তবে তুলনামূলকভাবে মাছ ও মাংসের দামের তুলনায় সস্তায় রয়েছে সবজির দর। মাংসের দাম এই মুহূর্তে রয়েছে রেকর্ড উচ্চতায়। মাছের বাজারে নজর রাখলে দেখা যাচ্ছে বেশিভাগ মাছের দামে চড়া। সামান্য কয়েকটি মাছ কম দামে পাওয়া গেলেও সেগুলো বড় আকারের নয়। বড় মাছের মধ্যে একমাত্র রুই মাছের দাম রয়েছে কিছুটা কম। যদি সবজি বাজারে দামের দিকে লক্ষ্য রাখা হয় তাহলে দেখা যাবে, শীতকালে সবজির দামি ছিল অনেক কম। তবে গরমের শুরুতে সবজির দাম বেড়ে গিয়েছিল চড়চড় করে। বর্তমানে সেই দাম আবার কমেছে। শীতকালের মতো দাম না কমলেও সবজির দাম এখন তুলনামূলকভাবে সস্তাই। শনিবারে বাজার দরের দিকে লক্ষ্য রাখলে দেখা যাচ্ছে, এদিন বাজারে একাধিক ধরনের সবজি রয়েছে। এরমধ্যে আলুর প্রতি কেজিতে দাম রয়েছে 20 টাকা। ওদিকে চন্দ্রমুখী আলুর দাম রয়েছে 25 থেকে 26 টাকা। বেগুনের প্রতি কেজিতে দাম রয়েছে 20 থেকে 30 টাকা। ঢেঁড়সের দাম রয়েছে 30 টাকা করে কেজি। পেঁপের প্রতি কেজিতে দাম রয়েছে 20 টাকা। আমের দাম রয়েছে 20 থেকে 30 টাকা কেজি। লতি 500 গ্রামের দাম রয়েছে 20 টাকা। এখন বাজারে দেখা যাচ্ছে প্রচুর এঁচড়। এঁচড়ের প্রতি কেজিতে দাম রয়েছে 40 টাকা। তুলনামূলক ভাবে কম দাম রয়েছে টমেটোর। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 20 টাকা দরে। ক্যাপসিকামের কেজি রয়েছে 40 টাকা। পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 30 টাকা দরে। এছাড়া বাজারে রয়েছে একাধিক রকমের শাক। লাল শাক থেকে শুরু করে কলমি শাক সবই মিলছে বাজারে। আঁটি রয়েছে 10 থেকে 20 টাকা। এবার যদি মাছ বাজারের দিকে তাকানো হয় তাহলে দেখা যাবে বড় মাছের মধ্যে একমাত্র রুই মাছের দামই রয়েছে অপেক্ষাকৃত কম। প্রতি কেজি গোটা রুই মাছ রয়েছে 200 টাকা করে। রুই কাটা হলে সে ক্ষেত্রে দাম রয়েছে 250 টাকা থেকে 260 টাকা। অন্যদিকে কম দামে পাওয়া যাচ্ছে তেলাপিয়া। প্রতি কেজি তেলাপিয়া মাছের দাম রয়েছে 180 টাকা থেকে 190 টাকা। আমুদি, মৌরলা এই মাছগুলির দাম রয়েছে 100 থেকে 140 টাকা কেজির মধ্যে। লোটে মাছ খুব বেশি দেখা পাওয়া যাচ্ছে না। তবুও লোটে মাছ দুই একটি দোকানে পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে দাম রয়েছে 120 টাকা কেজি। চড়া দাম রয়েছে কাতলা মাছের। কাতলা মাছের প্রতি কেজিতে দাম রয়েছে 400 টাকা। ভেটকির প্রতি কেজিতে দাম রয়েছে 500 টাকার বেশি। পাবদা মাছের দাম শুরু হচ্ছে 300 টাকা কেজি থেকে। তবে 300 টাকার পাবদা মাছ আকারে ছোট। বড় পাবদা বিক্রি হচ্ছে 400 টাকা কেজিতে। মাঝারি আকারের ট্যাংরা মাছের দাম প্রতি কেজিতে দাম রয়েছে 350 টাকা। ভোলা মাছও বিক্রি হচ্ছে 350 টাকা দরে। পাশাপাশি মাংসের দামও এখন আগুন। রয়েছে 240 থেকে 260 টাকা। গোটা মুরগির ক্ষেত্রে দাম রয়েছে 145 থেকে 157 টাকা প্রতি কেজি। মাটনের প্রতি কেজির দাম রয়েছে 740 টাকা থেকে শুরু করে 800 টাকা পর্যন্ত।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/A62eF3M
Leave Comments
Post a Comment