জম্মু-কাশ্মীরে জোড়া এনকাউন্টারে নিহত জইশ কমান্ডার-সহ ৫ জঙ্গি https://ift.tt/EgO8hQblH - MAS News bengali

জম্মু-কাশ্মীরে জোড়া এনকাউন্টারে নিহত জইশ কমান্ডার-সহ ৫ জঙ্গি https://ift.tt/EgO8hQblH

এই সময় ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে সুরক্ষা বাহিনীর জোড়া অভিযানে খতম পাঁচ জঙ্গি। জানা গিয়েছে, জইশ-ই-মহম্মদের কমান্ডারও নিহত হয়েছে এনকাউন্টারে। রবিবার জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, জোড়া অভিযান চালায় সুরক্ষা বাহিনী। পুলিশ সূত্রে খবর, পুলওয়ামা এবং বুদগামে এই অভিযান চালানো হয়। পুলিশের তরফে একটি টুইটে জানানো হয়েছে, "গত ১২ ঘণ্টায় দু'টি পৃথক অভিযানে খতম হয়েছে লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের সঙ্গে সম্পর্কযুক্ত ৫ জঙ্গি। অভিযানে নিহত হয়েছে জইশ-ই-মহম্মদের কমান্ডা জাহিদ ওয়ানি এবং একজন পাক জঙ্গি। " এই অভিযান সম্প্রতি সময়ে সুরক্ষা বাহিনীর অন্যতম বড় সাফল্য বলে জানানো হয়েছে। গত ২২ মাসে জম্মু -কাশ্মীরে ১২টির বেশি অভিযানে ২২ জন জঙ্গি খতম হয়েছে বলে জানা যাচ্ছে। এর মধ্যে চলতি মাসে ১১টি এনকাউন্টারে ২১ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। তার মধ্যে ৮ জন পাক জঙ্গি, পুলিশ সূত্রে খবর এমনটাই। পুলিশ সূত্রে খবর, শনিবার বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে পুলওয়ামাতে অভিযান চালায় সুরক্ষা বাহিনী। কিন্তু, আচমকা সুরক্ষা বাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা। তাদের জবাব দিতে পালটা গুলি চালান সুরক্ষাবাহিনীর সদস্যরাও। দক্ষিণ কাশ্মীরে এই অভিযানে ৪ জঙ্গি খতম হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে জঙ্গি ডেরা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। অন্যদিকে, শনিবার বুধগ্রামে সুরক্ষাবাহিনীর অভিযানে খতম হয়েছে লস্কর ই তৈবার এক জঙ্গি। সংশ্লিষ্ট জঙ্গি ডেরা থেকে AK56 রাইফেল উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, শনিবার দক্ষিণ কাশ্মীরে ৫৩ বছরের এক পুলিশ কর্মীকে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। হেড কনস্টেবল আলি মহম্মদ গনির বাড়ির সামনে জঙ্গিরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসের পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং হামলাকারীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এইভাবে প্রকাশ্যে পুলিশকর্মীর উপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। BJP-র মুখপত্র আলতাফ ঠাকুর এই ঘটনার তীব্র নিন্দা করেন। এই হামলা 'নৃশংস, বর্বরোচিত' বলে জানিয়েছেন তিনি। দেশের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/du5DTa3ye

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads