Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/0qxP7M32s
নোয়াপাড়ায় তৃণমূল নেতা খুনে আটক BJP নেতা https://ift.tt/HUOteRg0q

এই সময়: রাতে পার্টি অফিসে দলীয় কাজকর্ম সেরে বাড়ি ফিরছিলেন। বাড়ির একেবারে কাছেই দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে চপারের কোপ মারে। মৃত্যু নিশ্চিত করে গুলি করে মাথায়। নৃশংস ঘটনায় মৃত্যু হয়েছে নোয়াপাড়ার তৃণমূল নেতা গোপাল মজুমদারের (৫৮)। সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ BJP নেতা বিজয় মুখোপাধ্যায়কে আটক করেছে নোয়াপাড়া থানার পুলিশ। শনিবার রাত ৯টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নোয়াপাড়া মানিকতলা মোড় সংলগ্ন ইটগোলার কাছে। অদূরেই বাড়ি গোপাল মজুমদারের। নোয়াপাড়া শহর তৃণমূলের প্রাক্তন সভাপতি গোপাল এ দিন রাতে এলাকার পার্টি অফিসে দলীয় কাজকর্ম সেরে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। বাড়ির একেবারে কাছেই একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে প্রথমে মাথায় চপারের কোপ মারে। এরপর মাথায় গুলি করে। মৃত্যু নিশ্চিত করতে ফের তাঁর মাথায় চপারের কোপ মারা হয়। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, রাত ৯টা নাগাদ আচমকা গুলির শব্দ পেয়ে সবাই বেরিয়ে দেখেন রাস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে গোপাল মজুমদার। স্থানীয়রা উদ্ধার করে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন গোপাল। গত বছর অগস্ট মাস পর্যন্ত তিনি নোয়াপাড়া শহর তৃণমূলের সভাপতি ছিলেন। গত বছর তাঁকে সভাপতি পদ থেকে সরানো হলেও দলের নেতা হিসেবে এলাকায় তাঁর সক্রিয়তা ছিল। গোপালের স্ত্রী শিপ্রা মজুমদার উত্তর ব্যারাকপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কো-অর্ডিনেটর। স্ত্রী কাউন্সিলর হলেও এলাকায় গোপালের যথেষ্ট দাপট ছিল। স্থানীয় সূত্রে খবর, দু'দিন আগে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ বিজয় মুখোপাধ্যায়ের সঙ্গে গণ্ডগোল হয় গোপালের। অল্পবিস্তর ঝামেলা হওয়ায় তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। দু'দিন পরে গোপাল খুন হওয়ায় তৃণমূল BJP আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছে। এ দিন রাতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি ও বিধায়ক পার্থ ভৌমিক। সঙ্গে ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পার্থ ভৌমিক বলেন, 'পুরসভা নির্বাচনের আগে অর্জুন সিং দুষ্কৃতীদের দিয়ে খুনের ঘটনা ঘটিয়েছে। পুলিশকে বলেছি অভিযুক্তদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।' খবর পাওয়া মাত্রই নোয়াপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের প্রাথমিকভাবে জানতে পেরেছে দুষ্কৃতীরা পায়ে হেঁটে এসেছিল। রাস্তা আটকে খুব কাছ থেকে গোপাল মজুমদারকে তারা খুন করেছে।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/0qxP7M32s
Leave Comments
Post a Comment