Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/eJtosVSfI
শিশিরের সাংসদ পদ খারিজে পিটিশন প্রিভিলেজ কমিটিতে https://ift.tt/Gs9Imd615

এই সময়: কাঁথি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত শিশির অধিকারীর সাংসদ পদ দলত্যাগ বিরোধী আইনে খারিজ করার জন্য তৃণমূলের পিটিশন লোকসভার প্রিভিলেজ কমিটিতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তৃণমূলের ওই পিটিশন নিয়ে তাঁর নিজের যে বক্তব্য লোকসভার স্পিকারকে জানিয়েছেন, সেটাও বিবেচনার জন্য পাঠানো হয়েছে ওই কমিটির কাছে। প্রয়োজনে প্রিভিলেজ কমিটি তৃণমূলের পিটিশন নিয়ে দু'পক্ষের বক্তব্য শুনতে পারে। ওই শুনানির পর শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ করা নিয়ে তৃণমূলের পিটিশন সম্পর্কে প্রিভিলেজ কমিটি তাদের সুপারিশ লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পাঠাবে। সেই সুপারিশের ভিত্তিতে স্পিকার তাঁর সিদ্ধান্ত জানাবেন। কাল, সোমবার সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। তার আগে লোকসভার বুলেটিনে উল্লেখ করা হয় যে, শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পিটিশন বিবেচনার জন্য প্রিভিলেজ কমিটির কাছে পাঠানো হয়েছে। এই বিষয়ে শিশির অধিকারীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ও কোনও মন্তব্য করেননি। ২০১৯ সালের লোকসভা ভোটে শিশির অধিকারী তৃণমূলের টিকিটেই সাংসদ হন। তার পর গত বছর বিধানসভা ভোটের আগে তিনি BJP-র এক সভামঞ্চে উপস্থিত হন, যেখানে প্রধান বক্তা ছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং সেই ইস্তক লাগাতার শিশির তৃণমূল-বিরোধী মন্তব্য করতে থাকেন। যদিও বর্ষীয়ান ওই রাজনীতিক তৃণমূল থেকে পদত্যাগ করেননি, তৃণমূল নেতৃত্ব তাঁকে দল থেকে সাসপেন্ড বা বহিষ্কার করেননি, আবার BJP-তে শিশির আনুষ্ঠানিক ভাবে যোগও দেননি। গত বছরই শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ নিয়ে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পিকার ওম বিড়লার কাছে পিটিশন জমা দিয়েছিলেন। পরবর্তী সময়ে এই বিষয়ে স্পিকার কী পদক্ষেপ করেছেন, তা জানতে ওম বিড়লার সঙ্গে একাধিক বার যোগাযোগও করেছিলেন সুদীপ। ঘটনাচক্রে, এমন একটা সময়ে এই বিষয়টি নতুন করে সামনে এলো, যখন পশ্চিমবঙ্গের বিধানসভায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে শাসক-বিরোধী টানাপড়েন চলছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বিধানসভার অধ্যক্ষকে সময় বেঁধে দিয়েছে। লোকসভার প্রিভিলেজ কমিটিতে তৃণমূলের তরফে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। রাজ্যের অন্যদের মধ্যে রয়েছেন মেদিনীপুরের সাংসদ তথা BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও। বর্ধমান-পূর্ব কেন্দ্র থেকে নির্বাচিত, সুনীল মণ্ডলের সাংসদ পদও দলত্যাগ বিরোধী আইনে খারিজ করতে তৃণমূল প্রথমে উদ্যোগী হয়েছিল। এই বিষয়ে লোকসভার তরফে সুনীলের বক্তব্য জানতে চাওয়া হয়। সুনীল তখন লিখিত ভাবে জানান যে, তিনি তৃণমূলেই রয়েছেন, দলত্যাগ করেননি। ভুল বোঝাবুঝি হয়েছিল, এমন যুক্তিও দেওয়া হয়। বিধানসভা ভোটের আগে সুনীল মেদিনীপুরে BJP-র এক সভায় গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। তবে বিধানসভা ভোটে তৃণমূল বিপুল জয় পেয়ে রাজ্যে তৃতীয় বার ক্ষমতায় ফেরার পরেই BJP-র বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন সুনীল, তার কিছু দিনের মধ্যে তাঁকে তৃণমূলের বৃত্তে দেখা যায়। পরবর্তী সময়ে তৃণমূলের অন্য সাংসদদের সঙ্গেই সংসদ চত্বরে গান্ধীমূর্তির সামনে বিভিন্ন কর্মসূচিতে সুনীল অংশ নেওয়ায় বর্ধমান-পূর্বের ওই সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে আর আগ্রহ দেখায়নি তৃণমূল। এবং দলত্যাগ বিরোধী আইনে সুনীল মণ্ডলের বিরুদ্ধে তৃণমূল কোনও পদক্ষেপ করতে চাইছে না, এই বিষয়টিও লোকসভাকে জানিয়ে দেওয়া হয়।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/eJtosVSfI
Previous article
Next article
Leave Comments
Post a Comment