প্রসিদ্ধ থেকে কলঙ্কিত, লজ্জার রেকর্ডের পর তোপের মুখে কৃষ্ণ https://ift.tt/x8GtUIQ - MAS News bengali

প্রসিদ্ধ থেকে কলঙ্কিত, লজ্জার রেকর্ডের পর তোপের মুখে কৃষ্ণ https://ift.tt/x8GtUIQ

ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে তৃতীয় ম্যাচে ক্যাঙারুবাহিনী জয়লাভ করেছে। যদিও টিম ইন্ডিয়া এখনও এই সিরিজে এগিয়ে রয়েছে। এই ম্যাচে টিম ইন্ডিয়ার পেস বোলার প্রসিদ্ধ কৃষ্ণ দু'হাত ভরে অস্ট্রেলিয়াকে রান দিয়েছেন। এতটাই বেশি রান তিনি দিয়ে ফেলেছেন যে তাঁর নামের পাশে একটা লজ্জার রেকর্ড দাখিল হয়ে গিয়েছে। আজ পর্যন্ত কোনও ভারতীয় বোলার একটি টি-২০ ম্যাচে এত বেশি রান দিয়ে আসেননি। প্রসিদ্ধর বিরুদ্ধে লজ্জার রেকর্ডটিম ইন্ডিয়ার পেস ব্যাটারি প্রসিদ্ধ কৃষ্ণ ২৪ বলে মোট ৬৮ রান দিয়ে এসেছেন। শুধু তাই নয়, তিনি একটাও উইকেট শিকার করতে পারেননি। পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের হয়ে টি-২০ ফরম্যাটে এক ইনিংসে সবথেকে বেশি রান দেওয়ার রেকর্ডও তিনি কায়েম করেছেন। ইতিপূর্বে এই লজ্জার রেকর্ডটা টিম ইন্ডিয়ার লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের ছিল। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি ৪ ওভারে ৬৪ রান দিয়েছিলেন। টি-২০ ক্রিকেটের এক ইনিংসে সবথেকে বেশি রান দেওয়া ভারতীয় বোলার
  • প্রসিদ্ধ কৃষ্ণ - ৬৮ রান vs অস্ট্রেলিয়া
  • যুজবেন্দ্র চাহাল - ৬৪ রান vs দক্ষিণ আফ্রিকা
  • আর্শদীপ সিং - ৬২ রান vs দক্ষিণ আফ্রিকা
  • যোগিন্দর শর্মা - ৫৭ রান vs ইংল্যান্ড
ভারতীয় ক্রিকেট সমর্থকদের প্রতিক্রিয়া :প্রসিদ্ধ কৃষ্ণর এই পারফরম্যান্সের পর ভারতীয় ক্রিকেট সমর্থকেরা রীতিমতো ক্ষেপে উঠেছেন। টুইটারে একের পর এক সমালোচনা ঝড় বইতে শুরু করেছে। ইন্ডিয়ান ক্রিটিক্স নামে একটি পেজ থেকে লেখা হয়েছে, 'শুভ অবসর প্রসিদ্ধ কৃষ্ণ। ভারতীয় ক্রিকেট দলের হয়ে সেবা করার জন্য ধন্যবাদ।' মহেশ মাহি নামে একজন লিখেছেন, 'কোনও ইয়র্কার নেই, অফস্টাম্পের বাইরে কোনও বল নেই। এ নাকি আবার বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ব্যাক আপ বোলার ছিল।' আদভিত নামে একজন আবার লিখেছেন, 'এটা একটা জঞ্জাল ছাড়া কিছু নয়। বিশ্বকাপ স্কোয়াডে এ কী করে থাকে?'ম্যাক্সওয়েলের বিধ্বংসী শতরানএকটা সময় এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের পাল্লা যথেষ্ট ভারী ছিল। কিন্তু, ম্যাক্সওয়েলের অপরাজিত ১০৪ রানের ঝোড়ো শতরানের দৌলতে ভারতের হাত থেকে এই ম্যাচ বেরিয়ে যায়। শেষ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য ২১ রান দরকার ছিল। এরমধ্যে ম্যাক্সওয়েল শেষ চারটে বলে তিনটে বাউন্ডারি এবং একটা ছক্কা হাঁকিয়ে ১৮ রান করেন। সেইসঙ্গে অস্ট্রেলিয়াও জিতে যায়। ইতিপূর্বে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ভারতীয় ক্রিকেট দলের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ৫২ বলে শতরান করেছিলে। এই সেঞ্চুরির যোগ্য জবাব দিলেন গ্লেন ম্যাক্সওয়েল।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/9F7JVrq
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads