Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/2TQ9etpJ4
বলিউডে ফের কোভিড হানা, আক্রান্ত কাজল https://ift.tt/rlg3MtmEu

এই সময় ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই বলিউডের কাপুর পরিবারে থাবা বসিয়েছিল করোনা (Covid-19)। এবার এই ভাইরাসের হাত থেকে রেহাই পেলেন না অভিনেত্রী কাজলও ()। করোনায় আক্রান্ত হয়েছেন অজয়-পত্নী। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই কথা জানিয়েছেন অভিনেত্রী। তবে নিজের কোনও ছবি শেয়ার করে নয়, মেয়ে নাইসার একটি ছবি পোস্ট করে একথা জানিয়েছেন কাজল। রবিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মেয়ে নাইসার একটি ছবি শেয়ার করেন কাজল। এই ছবির ক্যাপশানে তিনি লিখেছেন, " আমি কোভিড পজিটিভ।" করোনার বিভিন্ন উপসর্গ রয়েছে অভিনেত্রীর দেহে, জানা যাচ্ছে এমনটাই। কিন্তু, মেয়ের ছবি পোস্ট করে কেন এই বার্তা? এখানে কিছুটা রসিকতার সুর শোনা গিয়েছে কাজলের গলায়। তিনি জানিয়েছেন, করোনার জন্য সর্দিতে ভুগছেন তিনি। প্রভাব পড়েছে নাক, চোখ মুখেও। এই পরিস্থিতিতে নিজের ছবি শেয়ার না করে 'বিশ্বের সবথেকে মিষ্টি হাসির অধিকারী' নাইসার ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে তিনি যে মেয়েকে চোখে হারাচ্ছেন দিয়েছেন সেই বার্তাও। উল্লেখ্য, গত কয়েকদিন বলিপাড়ায় ফের একাধিক সেলেবকে করোনায় আক্রান্ত হতে দেখা গিয়েছিল। কাপুর পরিবারের অধিকাংশ সদস্যকেই কাবু করেছিল করোনা। এই ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন তাঁরা। উল্লেখ্য, বর্তমানে কোয়ারেন্টাইন রয়েছেন এই অভিনেত্রী। সুস্থ হয়ে ওঠার পরেই কাজে ফিরবেন তিনি। এদিকে এবং অজয় দেবগনের মেয়ে নাইসা পড়াশোনার জন্য বর্তমানে সিঙ্গাপুরে। শুধু বলিউডে নয়, টলিউডের বহু তারকাও করোনা আক্রান্ত হয়েছিলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রথম সারির একাধিক অভিনেতা করোনায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন তাঁরা। উল্লেখ্য, করোনার নতুন ভ্যারিয়্যান্ট NeoCov চিন্তা বাড়াচ্ছে। WHO জানিয়েছে, ওমিক্রন ভ্যারিয়্যান্টের তিনটি সাব ভ্যারিয়্যান্ট রয়েছে। এগুলি হল BA.1, BA.2 এবং BA.3। করোনার আরও ভ্যারিয়্যান্ট আসতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। তবে এই ভ্যারিয়্যান্টগুলি কতটা ভয়াবহ হবে, সেই বিষয়ে এখনই কিছু বলতে পারছেন না তাঁরা। এমনকী, নতুন ভ্যারিয়্যান্টে টিকা আদৌ কাজ করবে কিনা, সেই বিষয়েও এখনও সেভাবে তথ্য হাতে নেই বলেই জানাচ্ছেন তাঁরা। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ২৮১ জন এবং মৃত্যু হয়েছে ৮৯৩ জনের। এই সময়ে করোনা মুক্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৭৮৪ জন।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/2TQ9etpJ4
Leave Comments
Post a Comment