Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/uEJwCfq
শোকস্তব্ধ 'গোয়া', কেন পোষ্যের এমন নাম রেখেছিলেন রতন টাটা? https://ift.tt/MjZGhoO
বিশিষ্ট শিল্পপতি এবং জনদরদী হওয়ার পাশাপাশিই রতন টাটার আরও একটি পরিচয় ছিল। তিনি ছিলেন সারমেয় প্রেমী। চারপেয়ীদের ভালো রাখতে নানা উদ্যোগ নিয়েছিলেন তিনি। আর তাই প্রিয় মনিবের মৃত্যুতে শোকে মুহ্যমান পোষ্য 'গোয়া'। সকলের সঙ্গে সে-ও রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে ওরলিতে পৌঁছে গিয়েছিল। গলায় লাল বকলস বাঁধা 'গোয়া'-কে রতন টাটার মরদেহের সামনে নিয়ে আসেন তার দেখভালকারী। মনিবের ছবির সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাদা-কালো রংয়ের এই সারমেয়টিকে। শব্দের মাধ্যমে মনের ভাব প্রকাশ করার অবকাশ না থাকলেও তার দু'চোখ ব্যক্ত করছিল মনিবকে হারানোর যন্ত্রণা। কিন্তু, জানেন কি কেন নিজের পোষ্যের নাম 'গোয়া' রেখেছিলেন? রাস্তার কুকুরদের জন্য রতনের ভালবাসা সুবিদিত। বর্ষার সময় রাস্তার কুকুরদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়তেন তিনি। তাদের জন্য আশ্রয়স্থলের ব্যবস্থা করতেন। রাস্তা থেকে বহু কুকুরকে নিয়ে এসে টাটা গোষ্ঠীর সদর দপ্তর ‘বম্বে হাউস’-এ রাখতেন। এমনকী, আজও তাজ হোটেলেও অবাধে ঢুকতে পারে রাস্তার কুকুর।একবার গোয়াতে রতন টাটার পিছু নিয়েছিল এক পথ কুকুর। তিনি যেখানেই যাচ্ছিলেন, তাঁর সঙ্গে সঙ্গে যাচ্ছিল সারমেয়টি। আচমকা তাঁর ন্যাওটা হয়ে ওঠা সেই সারমেয়কে তাই দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন রতন টাটা। তাকে সটান মুম্বইতে নিয়ে আসেন তিনি।মুম্বইয়ে নিয়ে আসার পর সারমেয়টির নাম রাখেন 'গোয়া'। বম্বে হাউসে অন্যান্য পথ কুকুরদের মতো 'গোয়া'-ও থাকতে শুরু করে। 'গোয়া'-র দেখভালকারী বলেন, 'গত ১১ বছর ধরে ও আমাদের সঙ্গে রয়েছে। আমরা পিকনিক করতে গোয়াতে গিয়েছিলাম। তখনই ওকে নিয়ে আসা হয়। রতন টাটা ওকে খুব ভালোবাসতেন।'ইনস্টাগ্রাম পোস্টেও নিজের প্রিয় এই পোষ্যের সঙ্গে একাধিক ছবি পোস্ট করতেন রতন টাটা। ২০১৮ সালে ব্রিটিশ রাজ পরিবারের পক্ষ থেকে রতন টাটাকে একটি সম্মানজনক লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়। রাজা তৃতীয় চার্লস (তৎকালীন প্রিন্স চার্লস) সেই অনুষ্ঠানে শিল্পপতিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। টাটা গোষ্ঠীর পক্ষ থেকে জানানোও হয়েছিল, রতন টাটা আমন্ত্রণ রক্ষা করেছেন এবং তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানে তিনি গিয়ে উঠতে পারেননি। এক পোষ্য অসুস্থ হয়ে পড়ায় মুম্বইতে তার দেখভালের জন্য থেকে গিয়েছিলেন রতন টাটা। শিল্পপতি সুহেল শেঠ এই কাহিনি শুনিয়ে বলেন, 'তাঁর পোষ্যদের অন্যতম ছিল ট্যাঙ্গো এবং টিটো। তাদের একজন সেই সময় গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাই তাকে ছেড়ে বাকিংহাম প্যালেসে যেতে রাজি হননি।'মুম্বইয়ে ছোট একটি পোষ্য হাসপাতাল গড়েছেন রতন টাটা। চলতি বছরের জুলাই মাসে হাসপাতালের উদ্বোধন হয়। প্রায় ২০০ পশুপাখিকে একসঙ্গে চিকিৎসার বন্দোবস্ত রয়েছে সেখানে।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/uEJwCfq
Previous article
Next article
Leave Comments
Post a Comment