ভুয়ো কলে ৪৪ লক্ষ প্রতারণা https://ift.tt/D5EOrTb - MAS News bengali

ভুয়ো কলে ৪৪ লক্ষ প্রতারণা https://ift.tt/D5EOrTb

এই সময়, শিলিগুড়ি: অনলাইন প্রতারকদের পাল্লায় পড়ে ৪৪ লক্ষ টাকা উধাও হয়ে গেল এক মহিলা সহ দু’জনের। দু’টি ঘটনাতেই শনিবার শিলিগুড়ি সাইবার থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। প্রতারিত মহিলার অভিযোগ, মুম্বই পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চের নাম করে তাঁকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে গ্রেপ্তারের হুমকি দেয়। তাঁর আধার কার্ড এবং ভোটার কার্ড বাজেয়াপ্ত করার হুমকি দেয়। আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা। অপরাধ কী সেটাই বুঝতে পারছিলেন না তিনি। মহিলার আতঙ্কিত গলা শুনেই প্রতারকরা তাঁকে চেপে ধরেন। টাকাও দাবি করেন বলে অভিযোগ। মহিলা তাঁর ফিক্সড ডিপোজিটের ১৩ লক্ষ টাকা দিতে রাজি হয়ে যান। প্রতারকেরা প্রয়োজনীয় নথি সংগ্রহ করে ওই টাকা তুলে নিয়েছে বলে মহিলা সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন।তদন্তের স্বার্থে পুলিশ ওই মহিলার পরিচয় গোপন রেখেছে। কেননা, মাত্র দুই সপ্তাহ আগেই পুলিশ এমন একটি মামলার তদন্তে নেমে খোয়া যাওয়া ২৫ লক্ষ টাকাই উদ্ধার করে। ওই ঘটনাতেও মুম্বই পুলিশের নাম করে ফোন করে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয় এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীকে। অবসরকালীন পাওয়া ২৫ লক্ষ টাকাই তিনি প্রতারকদের হাতে তুলে দেন। পরে প্রতারণার ঘটনাটি বুঝতে পেরে শিলিগুড়ির সাইবার থানার সাহায্য চান। শিলিগুড়ির সাইবার ক্রাইম থানার পুলিশকর্মীরা ওই টাকা উদ্ধার করতে সক্ষম হয়। দ্বিতীয় প্রতারণার ঘটনা ঘটেছে গত এক বছর ধরে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার কেনার ব্যাপারে সাহায্যের নাম করে এক মহিলা বিজ্ঞাপন দিয়েছিলেন। ওই বিজ্ঞাপন দেখে শিলিগুড়ির এক ব্যক্তি টাকা বিনিয়োগ করেন। গত এক বছর ধরে প্রায় ৩১ লক্ষ টাকা তিনি বিনিয়োগ করেছেন। সম্প্রতি তাঁর মনে সন্দেহ হওয়ায় তিনি টাকা তুলে নিতে চান। তখনই মহিলা যোগাযোগ বন্ধ করে দেন। সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটিও বন্ধ হয়ে যায়। তার পরেই তিনি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/xG6H0LQ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads