এগিয়ে গিয়েও হল না শেষরক্ষা, হার দিয়ে যাত্রা শুরু ইস্টবেঙ্গলের https://ift.tt/tynvIoN - MAS News bengali

এগিয়ে গিয়েও হল না শেষরক্ষা, হার দিয়ে যাত্রা শুরু ইস্টবেঙ্গলের https://ift.tt/tynvIoN

এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না। ৯ বছর পর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নেমে হার দিয়ে যাত্রা শুরু করল ইস্টবেঙ্গল। তুর্কিমেনিস্তানের ক্লাব আলতিন আসিরের বিরুদ্ধে খেলতে নেমে ৩-২ গোলে হারতে হল লাল হলুদকে। ঘরের মাঠে যেই খেলাটা শুরু করেছিল, সেটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারল না।ম্যাচের আগে লাল হলুদ কার্লেস কুয়াদ্রাত জানিয়েছিলেন, ইস্টবেঙ্গলের ঘরের মাঠে ম্যাচ হলেও তারা ফেভারিট নয়। কারণ প্রতিপক্ষ শক্তিশালী এবং তারা প্রায় একই দল নিয়ে বছরের পর বছর খেলছে। সেটাই আলতিনের ম্যাচে দেখা গেল। ম্যাচে আলতিনের হয়ে গোল করেন যথাক্রমে রহমান মাইরাট, নুরমায়রাদভ সেলিম এবং মেহায়েল টিটোভ। অপরদিকে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন ডেভিড লালহানসাঙ্গা এবং সাউল ক্রেস্পো। ম্যাচের শেষের দিকে ক্লেইটন সিলভা বল জালে জড়ালেও সেটিকে বাতিল করে দেন ম্যাচ রেফারি।ম্যাচের শুরুতেই ডেভিডের গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল, বড় ম্যাচে খেলতে নেমে ডেভিড তাঁর নার্ভ দেখিয়েছেন এই গোলের মধ্যে দিয়ে। কিন্ত এগিয়ে যাওয়ার পর যে চাপ ধরে রাখতে হয় সেটা লাল হলুদ করতে পারেনি। ফলে এগিয়ে যাওয়াটাও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৭ মিনিটের মাথায় প্রতিআক্রমণে গোল করে যায় আলতিন। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে এসে ফ্রিকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন সেলিম‌। প্রথমার্ধে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থাকে আলতিন আসির।এক গোলে এগিয়ে থাকা অবস্থা থেকে দুই গোলে পিছিয়ে পড়ার ধাক্কাটা হজম করতে সমর্থকদের বেশ সময় লেগেছে। জয়ের প্রত্যাশায় ভিড় জমানো সমর্থকরা চুপ করে যান। দ্বিতীয়ার্ধের শুরুতে দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসকে নামান কুয়াদ্রাত। ফলে প্রতিপক্ষের কড়া পাহারায় থাকা মাদিহ তালাল নিজের খেলা খেলতে পারেন। সঙ্গে আক্রমণে ঝাঁঝ বাড়ে। কিন্তু আক্রমণে ঝাঁঝ বাড়লেও তুর্কিমেনিস্তান সেটাকে কাজে লাগায় ও তৃতীয় গোলটি পায়। তিন গোল খাওয়ার পর মরিয়া হয়ে চাপ বাড়াতে ক্লেইটন সিলভাকে নামান কুয়াদ্রাত। ৫৯ মিনিটে একার কৃতিত্বে চার ফুটবলারকে কাটিয়ে ব্যবধান কমান সাউল ক্রেসপো।দুটো গোল খেয়ে আলতিনের গোটা দল রক্ষণে চলে আসে। ইস্টবেঙ্গল চাপ দিলেও সেটা তাদের মধ্যে সমস্যা তৈরি করছিল না। ফলে আর গোল হয়নি এবং ইস্টবেঙ্গল ৩-২ গোলে হেরে মাঠ ছাড়ল।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/8KLMjyp

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads