হাসিনার মন্ত্রীর ৩৬০টি বাড়ি ব্রিটেনে! https://ift.tt/9kQG8Cx - MAS News bengali

হাসিনার মন্ত্রীর ৩৬০টি বাড়ি ব্রিটেনে! https://ift.tt/9kQG8Cx

এই সময়, ঢাকা: সরকারের প্রাক্তন ভূমিমন্ত্রী ও তাঁর স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক লিমিটেডের (ইউসিবিএল) চেয়ারম্যান রুকমিলা জামানের সিজ়ড হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। তাঁর হয়ে মামলা পড়ছেন আইনজীবী মাহবুবউদ্দিন খোকন। তিনি বিএনপির একজন পদস্থ নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী কমিটির সভাপতি। তবে বৃহস্পতিবার অন্য কারণে সারা দিনই আলোচিত হয়েছে সাইফুজ্জামানের নাম। কারণ শুধু ইংল্যান্ডেই তাঁর ৩৬০টি বাড়ির হদিস মিলেছে! সঙ্গে পাহাড়-প্রমাণ অন্য আরও সম্পত্তি। যদিও প্রাক্তন মন্ত্রীর দাবি, সব সম্পত্তিই বৈধ ও তিনি কোনও দুর্নীতিতে যুক্ত নন।বুধবার বিশ্বখ্যাত নিউজ় চ্যানেল ‘আল জাজ়িরা’ ‘দ্য মিনিস্টার্স মিলিয়নস’ শিরোনামের একটি অনুসন্ধানী প্রতিবেদন দেখায়। সেখানে দাবি করা হয়েছে, সাইফুজ্জামান ২৫০ মিলিয়ন ডলার খরচ করে অন্তত ৩৬০টি বিলাসবহুল বাড়ি কিনেছেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ হাজার কোটি টাকার সমান!ব্রিটেন ছাড়াও নিজের রিয়েল এস্টেট ব্যবসাকে সম্প্রসারণ করেছেন দুবাই, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতেও। ওই চ্যানেলের দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভালো সখ্যতা ছিল সাইফুজ্জামানের। সে কথা তিনি নিজেই স্বীকার করে ওই প্রতিবেদনে বলছেন, ‘আমার বাবা শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন। আমিও তাঁর কাছের লোক… শেখ হাসিনা আমার বস… তিনি জানেন ইংল্যান্ডে আমার ব্যবসা আছে।’আল জ়াজিরার দাবি, ২০১৭-এ সাইফুজ্জামান সম্পত্তি কেনা বাড়িয়ে দেন। ২০১৯ সালে মন্ত্রী হওয়ার পর তা আরও বাড়ে। যদিও সাইফুজ্জামান দাবি করেছেন, ইংল্যান্ড, আমেরিকা ও দুবাইতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ কিনেছেন তিনি। তবে অন্তর্বর্তী সরকার তাঁর বিরুদ্ধে এখন অর্থপাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ়ড করেছে ও তাঁর পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাঙ্কেরও দখল নিয়েছে।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/2hR6B7m
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads