চিপকে পরিত্রাতা অ-জা জুটি https://ift.tt/Vyvb1DP - MAS News bengali

চিপকে পরিত্রাতা অ-জা জুটি https://ift.tt/Vyvb1DP

এই সময়: মাত্র দু’দিন আগে পেরিয়েছেন ৩৮তম জন্মদিন। কে জানত, ঘরের মাঠে টেস্টে নামার সুযোগ পেয়েই টিমের পরিত্রাতা হয়ে বড় ভূমিকা নেবেন ? চিপকে তাঁর কেরিয়ারের ১০১ নম্বর টেস্টে যখন ক্রিজে পৌঁছোন, ভারত ১৪৪-৬। ড্রেসিংরুমের সামনে কোচ গম্ভীরের মুখে শুধুই উদ্বেগ আর গাম্ভীর্য। সেখান থেকে শুরু হল চাকা ঘোরানোর পালা। বাউন্স ভরা লাল মাটির উইকেটে ব্যাটিং সহজ ছিল না। সেখানেই ভারতীয় ক্রিকেটের দুই বিশ্বস্ত অলরাউন্ডার টিমকে টেনে তুললেন গাড্ডা থেকে, দিনের শেষে অবিচ্ছিন্ন থেকে দু’জনের ১৯৫ রানের জুটি। প্রাপ্তি বলতে মাত্র ১০৮ বলে অশ্বিনের দ্রুততম টেস্ট সেঞ্চুরি, জাডেজার ৮৬ নট আউট।চেন্নাইয়ের গরমে দিনে নির্ধারিত ৯০ ওভার বল করতে ব্যর্থ বাংলাদেশ। ৪০ মিনিট অতিরিক্ত খেলা হওয়া সত্ত্বেও তারা মাত্র ৮০ ওভারই করতে পেরেছে। তা-ও ভারতের স্কোর ৩৩৯-৬, যা অবশ্যই ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাকালাম নির্দেশিত বাজ়বল সুলভ ক্রিকেটের উদাহরণ। দিনের শেষে ১০২ রানে ক্রিজে অশ্বিন, ৮৬ রানে জাডেজা। এখন যা পরিস্থিতি, ভারত প্রথম ইনিংসে আজ ৪০০ পার করে দিলে যথেষ্ট চাপ নিয়ে শুরু করতে হবে বাংলাদেশকে। তাদের পক্ষে ভালো খবর, আজ সকালে তারা পাবে দ্বিতীয় নতুন বল। সকালে টস জিতে নাজমুল হোসেন শান্ত যে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, তাতে ভুল ছিল না। রোহিতও জানান, টস জিতলে ফিল্ডিংই নিতেন। গত সাত বছরে ভারতের মাঠে এই প্রথম কোনও বিদেশি টিম টস জিতে টেস্টে ফিল্ডিং নিল। কারণ, চিপকে লাল মাটির উইকেটে খেলা হচ্ছে। যেখানে সব সময়েই একটা বাউন্স আর ক্যারি থাকে। তার উপরে পিচের প্রস্তুতি কয়েকদিনের বৃষ্টিতে ব্যাহত হয়েছিল। ফলে ড্যাম্প ভাব থেকে গিয়েছে। সকালে মেঘলা আবহাওয়াও একটা বড় কারণ। বাংলাদেশের শুরুটা ছিল প্ল্যানমাফিক। চমৎকার সিম মুভমেন্টে ভারতের টপ অর্ডারকে ধাক্কা দেন হাসান মাহমুদ। পরপর ফিরতে হয় রোহিত (৬), শুবমান (০) ও বিরাটকে (৬)। স্কোরবোর্ডে ১০ নম্বর ওভারেই ৩৪-৩। কিন্তু হাসান ছাড়া উল্টোদিকে সিম মুভমেন্টকে কাজে লাগাতে পারেননি তাস্কিন বা রানা। ফলে পাল্টা আক্রমণে ভারতকে ম্যাচে ফেরান ঋষভ। ঠিক যখন মনে হচ্ছে, ঋষভ বড় ইনিংস খেলতে যাচ্ছেন, তখনই অফ স্টাম্পের বাইরে অহেতুক চালাতে গিয়ে হাসানের বলেই উইকেট দেন ঋষভ (৩৯)।দীর্ঘদিন পরে টিমে ফেরা রাহুল অতি সতর্ক থাকতে গিয়ে ডুবেছেন। তাঁকে ফেরান মেহেদি। রাহুলের ৫২ বলে ১৬ রানের ইনিংস নিয়ে নতুন করে কিছু বলার নেই। মনে রাখতে হবে, তাঁর জন্য সরফরাজকে বসতে হয়েছে। টপ অর্ডারে বুক চিতিয়ে লড়ছিলেন যশস্বী (৫৬)। রানার একটা দ্রুতগতির বল বাড়তি লাফিয়ে তাঁর ব্যাটের কানা নিয়ে স্লিপে চলে যায়। তবে যশস্বী একটা দিক ধরে রেখেছিলেন বলেই ইনিংসে ধস নামলেও তা সামাল দেওয়া গিয়েছে।দিনের শেষে হিরো কিন্তু অশ্বিন আর জাডেজা। তামিলনাড়ু টি-টোয়েন্টি লিগে নিয়মিত খেলে এই টেস্টে নেমেছেন অশ্বিন। পেসারদের বাউন্স ও গতিকে কাজে লাগিয়ে ব্যাকফুটে দুরন্ত সব শট খেলেছেন। ১১২ বলে ১০২ রানের ইনিংসে ১০টা বাউন্ডারি, দুটো ছক্কা। শর্ট বলকে থার্ডম্যানের উপর দিয়ে সহবাগ স্টাইলে বাউন্ডারিতে পাঠিয়েছেন অনায়াসে। উল্টোদিকে জাডেজা চেন্নাই সুপার কিংসে খেলার সৌজন্যে এই মাঠকে খুব ভালো চেনেন। মেহেদি বা সাকিবকে যথেচ্ছ আক্রমণ করেছেন অশ্বিন-জাডেজা। থিতু হওয়ার কোনও সুযোগই দেননি। বাংলাদেশ বোলারদের মধ্যে চোখ টেনেছেন শুধু হাসান মাহমুদ। পুরস্কার হিসেবে ৫৮ রানে চারটে উইকেট তাঁর নামের পাশে। আজ দ্বিতীয় নতুন বল হাতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।টিভিতে সরাসরি ভারত-বাংলাদেশ, প্রথম টেস্ট, সকাল ৯-৩০, স্পোর্টস ১৮


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/4IHXnEM
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads